ETV Bharat / state

TMC Factionalism in Dinhata: দিনহাটা 2 ব্লক তৃণমূলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ, হাসপাতালে ভর্তি 2

author img

By

Published : Oct 26, 2022, 6:14 PM IST

Five TMC Workers Injure Due to Factionalism in Dinhata
Five TMC Workers Injure Due to Factionalism in Dinhata

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism in Dinhata) জেরে দু’পক্ষের মধ্যে মারাপিটের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ ঘটনায় 5 জন আহত হয়েছেন (Five TMC Workers Injure Due to Factionalism) ৷

দিনহাটা, 26 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism in Dinhata) জেরে হাতাহাতির অভিযোগ দিনহাটা 2 ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ মঙ্গলবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত 5 জন জখম হয়েছেন (Five TMC Workers Injure Due to Factionalism) ৷ তাঁদের মধ্যে দু’জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার বেশ কয়েকটি গ্রাম ৷ মাঝে বিধানসভা নির্বাচনের সময় অশান্তি কিছুটা কম থাকলেও, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ৷ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা মহকুমার একাধিক গ্রাম ৷ প্রসঙ্গত, অভিযোগ উঠেছে মন্ত্রী হওয়ার আগে উদয়ন গুহর সঙ্গে দিনহাটা 2 ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিষ্ণুকুমার সরকারের প্রবল বিরোধ ছিল ৷

পরবর্তীতে উদয়ন গুহ (Udayan Guha) মন্ত্রী হতেই বিষ্ণু কুমার সরকারকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে উদয়ন ঘনিষ্ঠ দীপক ভট্টাচার্যকে সেখানে বসানো হয়েছে ৷ এর পর থেকেই দিনহাটা 2 ব্লকের বিভিন্ন গ্রামে অশান্তি শুরু হয়েছে ৷ অভিযোগ শুকারুরকুঠি গ্রাম বিষ্ণুকুমার সরকারের অনুগামীদের সঙ্গে তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের অনুগামীদের মধ্যে গতকাল রাতে ঝামেলা হয় ৷ যা হাতাহাতিতে গড়ায় ৷ একে অপরকে এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করে ৷ অভিযোগ মূলত, গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই গন্ডগোল ৷

দিনহাটা 2 ব্লক তৃণমূলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ

আরও পড়ুন: 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

বিষ্ণুকুমার সরকারের অনুগামীদের অভিযোগ, রাতে তাঁরা স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূলের ঝান্ডা হাতে কিছু দুষ্কৃতী এসে তাঁদের মারধর শুরু করে ৷ অপরদিকে, বর্তমান দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করেছেন, কিছু দুষ্কৃতী এ দিন শুকারুরকুঠি বাজারে গন্ডগোল করেছে ৷ তৃণমূল কর্মীদের মারধর করেছে ৷ গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.