ETV Bharat / state

Firhad Hakim : মোদি বিএসএফ দিয়ে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে : ফিরহাদ

author img

By

Published : Oct 18, 2021, 8:39 AM IST

কোচবিহারের দিনহাটায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে শোলে সিনেমার ডায়লগ দিয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

firhad hakim
firhad hakim

কোচবিহার, 18 অক্টোবর : সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, বিএসএফের কাজের পরিধি বাড়িয়ে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপি ৷ ফিরহাদ বলছেন, বিষয়টি অনেকটা শোলে সিনেমার গব্বরের বিখ্যাত ডায়লগের মতো 'বেটা শো যা, নেহিতো গব্বর আ জায়েগা' ৷ আসলে সীমান্তের মানুষকে বিজেপি নেতারা বলতে চাইছেন, "বেটা শো যা, নেহিতো নরেন্দ্র মোদি আ জায়েগা ৷"

রবিবার কোচবিহার জেলার দিনহাটার সীমান্তগ্রাম, আবুতারা ও চৌধুরীহাটে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে জনসভা করেন ফিরহাদ হাকিম ৷ সেখানে তিনি বলেন, "বিএসএফের জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপি । তারা চাইছে কোচবিহারে 50 কিলোমিটার ভিতর পর্যন্ত বিএসএফ প্রবেশ করুক ৷ কিন্তু এসব করে কোনও লাভ হবে না ৷"

তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি বিএসএফ দিয়ে শাসন করে এখানকার মানুষদের ভয় দেখাতে চাইছেন ৷ উনি চাইছেন যাতে মায়েরা বলে, বেটা শো যা, নাহিতো নরেন্দ্র মোদি আ জায়েগা ৷ কিন্তু আমাদের জেলা, আমাদের শহরে এসব হতে দেব না ৷"

দিনহাটায় নির্বাচনী জনসভায় ফিরহাদ হাকিম

রবিবারের জনসভা থেকে তিনি তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে তিনি বলেন, "গত বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে ভুল করেছে মানুষ । তাই এবার আর ভোট নষ্ট করবেন না । তৃণমূল প্রার্থীকে ভোট দিন ।" মূল বক্তা ফিরহাদ হাকিম ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ও অন্যান্যরা ।

আরও পড়ুন : TMC-BJP: দিনহাটা উপনির্বাচনের আগে বিজেপিতে ভাঙন, তৃণমূলে কোচবিহারের জেলা সম্পাদক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.