ETV Bharat / state

TMC Dharna: 'দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিট দেওয়া হয়নি,' তৃণমূলের ধরনা মঞ্চে বিস্ফোরক উদয়ন

author img

By

Published : Aug 6, 2023, 7:12 PM IST

TMC Dharna ETV BHARAT
TMC Dharna

Corrupt Leaders did not Get Tickets in Panchayat Elections: দুর্নীতিগ্রস্ত নেতাদের এবার পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল ৷ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে উদয়নের মন্তব্যে জল্পনা ৷

কোচবিহার, 6 অগস্ট: কোচবিহারে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানদের একাংশ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ৷ রবিবার এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে ৷ রবিবার দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে, দল সম্পর্কে এমনই মন্তব্য করলেন তিনি ৷ মন্ত্রীর কথায়, তৃণমূলের তরফে কিছু ভুল হয়েছিল ৷ তাই পঞ্চায়েত সদস্য ও প্রধানদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের তৃণমূল টিকিট দেয়নি ৷ আজ তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনা কর্মসূচির মঞ্চ থেকে একথা বলেন উদয়ন ৷

এখানেই থামেননি উদয়ন গুহ ৷ এমন বেশ কয়েকজনের নাম প্রধান হিসেবে সুপারিশ করা হয়েছিল, যাঁদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে ৷ সেই সব সুপারিশ তৃণমূল শীর্ষ নেতৃত্ব খারিজ করে দিয়েছে বলে দাবি করেন তিনি ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘প্রধান হওয়ার ক্ষেত্রে অনেক নামের সুপারিশ বাতিল করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানুষের পাওনা ও তাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে ৷ তাই তাঁদের নাম বাতিল করা হয়েছে ৷’’

শনিবার দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস দাস এবং দিনহাটা 1 ব্লকের গিতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদ বিজেপিতে যোগ দিয়েছেন ৷ রবিবার বিক্ষোভ মঞ্চ থেকে তাঁদেরও একহাত নেন উদয়ন গুহ ৷ তিনি বলেন, ‘‘যারা কালকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের আবার জেলের মাপটা জানা আছে ৷ কারণ একজন একাধিকবার জেলে গিয়েছেন ৷ অপরজন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলে গিয়েছিলেন ৷’’

এই প্রসঙ্গে নাম না করেই বেশ কয়েকজন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি দেন উদয়ন গুহ ৷ তিনি বলেন, ‘‘এরকম অনেক প্রধান আছেন, যাঁরা কন্ট্রাকটরের সিকিউরিটি মানি খেয়ে বসে আছেন ৷ তাঁদের যদি জেলে ঢোকাতে না পারি, রাজনীতি ছেড়ে দেব ৷’’ আজ তৃণমূলের এই বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, দিনহাটা 2 ব্লকের তৃণমূলের সভাপতি দীপক ভট্টাচার্য-সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল; পথে নামলেন অর্জুন-ববিরা

21 জুলাই তৃণমূলের শহিদ দিবস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে ৷ সেই ঘোষণার পর উদয়ন গুহ ভেটাগুড়ি অভিযানের ডাক দিয়েছিলেন ৷ এই ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ৷ তবে, কলকাতা হাইকোর্ট বিজেপির মামলার প্রেক্ষিতে তৃণমূূলের এই বাড়ি ঘেরাও কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেয় ৷ আদালতের নির্দেশে বাড়ি ঘেরাও বন্ধ হলেও, রাজ্যের বিভিন্ন জায়গায় মঞ্চ বেঁধে প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূল নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.