ETV Bharat / state

Coochbehar Tourism : পর্যটক টানতে কোচবিহার শহরে সস্তায় হোম স্টে চালুর পরিকল্পনা পৌরসভার

author img

By

Published : May 27, 2022, 5:20 PM IST

Coochbehar Municipality will Starts Home Stay for Tourism Business
Coochbehar Municipality will Starts Home Stay for Tourism Business

কোচবিহার পর্যটনকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল পৌরসভা (Coochbehar Municipality will Starts Home Stay for Tourism Business) ৷ দামি হোটেলের বদলে সস্তার হোম স্টে চালুর পরিকল্পনা গ্রহণ করেছে পৌরকর্তৃপক্ষ ৷ এর জন্য সম্প্রতি জেলা প্রশাসন ও হেরিটেজ দফতরের সঙ্গে আলোচনায় বসেছিল পৌরসভা ৷

কোচবিহার, 27 মে : পর্যটক টানতে এবার হেরিটেজ শহর কোচবিহারে হোম-স্টে চালুর পরিকল্পনা কোচবিহার পৌরসভার (Coochbehar Municipality will Starts Home Stay for Tourism Business) ৷ সম্প্রতি কোচবিহার পৌরসভা ও জেলা প্রশাসন হেরিটেজ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করে ৷ ওই বৈঠকে হোম স্টে পর্যটন চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয় ৷ পৌরসভার কাছে ওই প্রকল্প চালুর জন্য বাড়ির তালিকা চাওয়া হয়েছে ৷ সেই মত পৌরসভা কোচবিহার শহরে হোম স্টে’র যোগ্য বাড়ি খুঁজতে সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ৷

পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, রাজার শহরে পর্যটকদের সুবিধার্থে হোম-স্টে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ কোন কোন বাড়িতে তা চালু করা যেতে পারে ? সে বিষয়ে সমীক্ষা করা হচ্ছে ৷

কোচবিহার শহরে বিশাল এলাকাজুড়ে যেমন সুদৃশ্য রাজপ্রাসাদ রয়েছে ৷ তেমনি রয়েছে শতবর্ষ প্রাচীন মদনমোহন মন্দির ৷ সেই সঙ্গে শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের বিহু নিদর্শন ৷ দেশ-বিদেশের বহু পর্যটক সেই সব নিদর্শন দেখার জন্য কোচবিহারে আসে ৷ তবে, এখানে যেসব হোটেল রয়েছে ৷ সেগুলি ব্যয়বহুল হওয়ায় অনেকেই কোচবিহারে থাকতে পারেন না ৷ তাই কোচবিহার শহরে পর্যটকদের সুবিধার্থে হোম-স্টে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Himalayan carnival: উত্তরবঙ্গে শুরু হচ্ছে পর্যটন মেলা, থাকবে বৈকুণ্ঠপুরের রাজার ইতিহাস

প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে রাজ আমলের বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে ৷ সেইসব বাড়ির মালিকরা আগ্রহ দেখালে, তাঁদের ওই প্রকল্পের জন্য অগ্রাধিকার দেওয়া হবে ৷ পাশাপাশি নতুন বাড়িতে প্রয়োজনীয় পরিকাঠামোর মাধ্যমে হোম স্টে চালু করা যেতে পারে ৷ ঘরোয়া পরিবেশে পর্যটকরা যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, সেদিকেই মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ প্রশাসনের মতে এতে আয় যেমন বাড়বে, তেমনি বাইরে থেকে আসা পর্যটকরা কম খরচে থাকার সুযোগ পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.