ETV Bharat / state

লকডাউন : কর্মহীন কোচবিহারের কয়েক হাজার নির্মাণ শ্রমিক

author img

By

Published : Apr 25, 2020, 8:56 PM IST

Updated : Apr 28, 2020, 3:55 PM IST

image
কর্মহীন কোচবিহারের কয়েক হাজার নির্মাণ শ্রমিক

জনপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা শহরে যেতে পারছে না ৷ ফলে উপার্জন বন্ধ ৷ তাই কপালে চিন্তার ভাঁজ । কীভাবে দিন চলবে সেটাই এখন তাদের মূল ভাবনা । সরকারের তরফে রেশনের মাধ্যমে চাল, গম দেওয়া হলেও, তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন তাঁরা ৷

কোচবিহার, ২৫ এপ্রিল : কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন কোচবিহার জেলার হাজার হাজার নির্মাণ শ্রমিক । উপার্জন নেই ৷ তাই আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ রেশনের মাধ্যমে চাল,গম,আটা দিলেও তা দিয়ে সংসার চলছে না এমনই দাবি নির্মাণ শ্রমিকদের।

সমস্যায় শ্রমিকরা

কোচবিহার শহর সংলগ্ন বোয়ালমারি গ্রাম। এই গ্রামে ৩ শতাধিক পরিবারের বাস। অধিকাংশ বাড়ির বাসিন্দারই প্রধান উপার্জন আসে নির্মাণ কাজ থেকে । বিভিন্ন জায়গায় পাকা বাড়ি তৈরি করেন তাঁরা । সকাল হতেই বাড়ি ছেড়ে কাজের উদ্দেশে শহরে রওনা দেন। কাজ শেষ হলে ফের বাড়ি ফেরেন।

কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। ফলে কাজ হারিয়েছেন তাঁরা । নেই কাঁচামালের জোগান ৷ সমস্ত জনপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা শহরে যেতেও পারছেন না ৷ ফলে উপার্জন বন্ধ ৷ তাই কপালে চিন্তার ভাঁজ । কীভাবে দিন চলবে সেটাই এখন তাদের মূল ভাবনা । সরকারের তরফে রেশনের মাধ্যমে চাল, গম দেওয়া হলেও, তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন তাঁরা ৷ লকডাউন দীর্ঘায়িত হলে কী হবে, তা ভেবেই আঁতকে উঠছেন বোয়ালমারির নির্মাণ শ্রমিকরা ৷

Last Updated :Apr 28, 2020, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.