ETV Bharat / state

চ্যাংরাবান্ধায় তোলাবাজির অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের

author img

By

Published : Nov 21, 2019, 3:00 PM IST

কোচবিহারের বাণিজ্য কেন্দ্র চ্যাংরাবান্ধায় তোলাবাজির অভিযোগ । ট্রাক-মালিক সমিতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ৷ উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের ৷

উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের

কোচবিহার, 21 নভেম্বর : কোচবিহারের চ্যাংরাবান্ধায় বাণিজ্য কেন্দ্রে ট্রাক পার্কিং এবং বাংলাদেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমোদনের নাম করে তোলাবাজির অভিযোগ উঠল ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে ৷ অভিযোগ এনেছে মেখলিগঞ্জের তৃণমূল নেতৃত্ব ৷ এই ইশুতে ইতিমধ্যেই সার্ক রোডে ট্রাক পার্কিং আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেস ৷ বিক্ষোভের জেরে নড়েচড়ে বসে কোচবিহার জেলা প্রশাসন ৷


গতকাল, মেখলিগঞ্জ ব্লক প্রশাসন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন ৷ দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক হয় । যেখানে মূল বিষয় ছিল তোলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লকের প্রশাসনিক কর্তাব্যক্তিরা, পুলিশ আধিকারিক, বাণিজ্যকেন্দ্রের ব্যবসায়ী, অভিযুক্ত ট্রাক মালিক সমিতির সদস্য সহ অনেকেই ৷

syndicate issue, administration meeting
তোলাবাজির অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনর উদয় রায়ের অভিযোগ, "অবৈধভাবে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ চালিয়ে যাচ্ছে বাণিজ্য কেন্দ্রের ট্রাক মালিক সমিতি ৷ লাখ লাখ টাকা তুলছে অবৈধভাবে ৷ অন্যদিকে, ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল সামেত এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন ৷ তিনি জানান, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ একইভাবে অভিযোগ অস্বীকার করেছেন বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ডুয়ার্স ইউনাউটেড ট্রাক ওনার্সের সম্পাদক উৎপল কুমার রায় ৷ এই বিষয়ে মেখলিগঞ্জের BDO সাঙ্গে ইউডেন ভুটিয়া বলেন, "সব পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে, তোলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা নিয়েই বৈঠক হয়েছে । পুরো বিষয়টাই খতিয়ে দেখা হবে ৷"
Intro:কোচবিহারের বানিজ্য কেন্দ্র চ্যাঙরাবান্ধায় অবৈধভাবে তলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ ,অভিযোগ ট্রাক -মালিক সমিতিরর বিরুদ্ধে তৃনমূলের ৷ উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের ৷

কোচবিহার :২১ নভেম্বর :

কোচবিহারের চ্যাঙরাবান্ধায় বানিজ্যকেন্দ্রে ট্রাক পার্কিং এবং বাংলাদেশে পন্যবাহী ট্রাক প্রবেশের অনুমোদনের নাম করে লক্ষ লক্ষ টাকার অবৈধ তলাবাজি এবং সিন্ডিকেটবাজির অভিযোগ উঠল চ্যাঙরাবান্ধায় ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে ৷ অভিযোগ তোলেন মেখলিগঞ্জের তৃনমূল নেতৃত্ব ৷এই বিষয়ে ইতোমধ্যেই তৃনমূলের পক্ষ থেকে সার্ক রোডে ট্রাক পার্কিং আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও দেখান তৃনমূল কংগ্রেস নেতৃত্ব ৷ বিক্ষোভের জেরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন ৷গতকাল ,মেখলিগঞ্জ ব্লক প্রশাসন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন ৷ দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক হয় যেখানে মূল বিষয় ছিল তলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা৷ বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসন ,মেখলিগঞ্জ পুলি শ,সহ বানিজ্যকেন্দ্রের ব্যবসায়ী ,অভিযুক্ত ট্রাক মালিক সমিতি,CNF ,ডুয়ার্স বানিজ্য পরিবহনের কর্মকর্তারা ,মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ,তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা ৷

তৃনমূল কংগ্রেসের ব্লক কনভেনর উদয় রায় এর অভিযোগ "অবৈধভাবে তলাবাজি ও সিন্ডিকেটরাজ চালিয়ে যাচ্ছে বানিজ্যকেন্দ্রের ট্রাক মালিক সমিতি৷লক্ষ লক্ষ টাকা তুলছে অবৈধভাবে ৷


অন্যদিকে ,ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল সামেত অভিযোগ সম্পূর্ণ ভাবে মিথ্যে বলে জানান ৷ তিনি জানান "তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তি হীন ৷ একই ভাবে অভিযোগ অস্বীকার করেন এখানে বানিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ডুয়ার্স ইউনাউটেড ট্রাক ওনার্স এর সম্পাদক উত্পল কুমার রায় ৷


এই বিষয়ে মেখলিগঞ্জ বিডিও সাঙ্গে ইউডেন ভূটিয়া জানান "সব পক্ষ কে নিয়ে বৈঠক হয় ,তলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা বিষয়ে বৈঠক হয় ,বিষয় পুরোটাই ক্ষতিয়ে দেখা হবে ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.