ETV Bharat / state

Dinhata Shoot-Out: দিনহাটায় বাড়িতে ঢুকে গুলি করে খুন বিজেপি নেতাকে, এলাকায় উত্তেজনা

author img

By

Published : Jun 2, 2023, 4:00 PM IST

Updated : Jun 2, 2023, 7:26 PM IST

ETV Bharat
আহত বিজেপি কর্মী

শুক্রবার দুপুরে কোচবিহারের দিনহাটার শিমুলতলা এলাকায় বাড়িতে ঢুকে প্রশান্ত রায় বসুনিয়া নামে এক বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷

দিনহাটায় গুলি করে খুন বিজেপি নেতাকে

দিনহাটা, 2 জুন: বিজেপি নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায় । শুক্রবার দুপুরে শিমুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে । মৃত ওই বিজেপি নেতার নাম প্রশান্ত রায় বসুনিয়া । তাঁর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ । হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷

এই ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছে, এই ঘটনায় তৃণমূল জড়িত নয় ৷ তাঁর দাবি, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিকে এই গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে । বিজেপির বিধায়ক মিহির গোস্বামীর অভিযোগ, বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই দায়ী । জানা গিয়েছে, এদিন দুপুরে প্রশান্ত যখন বাড়িতে খেতে বসেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে যায় ৷ শুরু হয় বচসা ৷ এরপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ এরপরেই এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন: হিন্দমোটরে সাতসকালে চলল গুলি, হাসপাতালে জখম ডিম ব্যবসায়ী

এই ঘটনা প্রসঙ্গে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, যিনি মারা গিয়েছেন তিনি একজন দুষ্কৃতী । এই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই । বিজেপি নেতার এই খুনের ঘটনার খবর পেয়ে দিনহাটায় গিয়েছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, দীপক বর্মন, বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়-সহ বিজেপি নেতারা । এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । প্রতিবাদে যোগ দেন বিজেপি বিধায়করা ৷

Last Updated :Jun 2, 2023, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.