ETV Bharat / state

দিনহাটায় মৃত বিজেপি নেতার বাড়িতে উদয়ন গুহ, সহযোগিতার আশ্বাস পরিবারকে

author img

By

Published : Mar 30, 2021, 8:31 AM IST

দিনহাটায় মৃত বিজেপি নেতার বাড়িতে উদয়ন গুহ, কী বললেন শুনে নিন ...
দিনহাটায় মৃত বিজেপি নেতার বাড়িতে উদয়ন গুহ, কী বললেন শুনে নিন ...

রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কমিশনকে রিপোর্ট দেন যে খুন নয়, আত্মহত্যা করেছেন দিনহাটার বিজেপি নেতা অমিত সরকার । মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন । এরপর এদিন সন্ধেয় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন ।

কোচবিহার, 30 মার্চ : দিনহাটার মৃত বিজেপি নেতা অমিত সরকারের বাড়িতে গেলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন ৷ সেইসঙ্গে পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ৷

সোমবার সন্ধেয় দিনহাটা শহরের মেইন রোডে মৃত বিজেপি নেতার বাড়িতে যান দিনহাটার তৃণমূল বিধায়ক । সেখানে প্র‍য়াত নেতার স্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন । পরে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, "অমিতের মৃত্যু দুর্ভাগ্যজনক। ওর পরিবারের পাশে আছি । সবধরনের সহযোগিতা করা হবে, সেটা বলতেই গিয়েছিলাম ।"

গত বুধবার দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে দিনহাটায় । প্রথম থেকেই বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা খুন করে ওই নেতাকে ঝুলিয়ে দিয়েছে । ঘটনার পর মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশে কোচবিহারে আসেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । কোচবিহারে এসে জেলা পুলিশ কর্তাদের পাশাপাশি দিনহাটা থানার আই সি, মেডিকেল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক, মৃত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ।

আরও পড়ুন, অমিতের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনুক পুলিশ, দাবি উদয়নের

এরপর বিবেক দুবে কমিশনকে রিপোর্ট দেন যে খুন নয়, আত্মহত্যা করেছেন দিনহাটার বিজেপি নেতা অমিত সরকার । মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন । এরপর এদিন সন্ধেয় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.