ETV Bharat / state

Legal Notice to Udayan Guha Niece: 'মামার মানহানি' ! উদয়নের ভাগ্নিকে আইনি নোটিশ ধরালেন মন্ত্রীর উকিল

author img

By

Published : Apr 1, 2023, 5:45 PM IST

a Legal Notice sent to Niece of Udayan Guha seeking explanation of her allegations against her maternal uncle
মামা ভাগ্নির সংঘাত

উদয়ন গুহর ভাগ্নিকে আইনি নোটিশ পাঠানো হল ৷ কী কারণে উজ্জ্বয়িনী রায়ের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হল ? বিস্তারিত ব্যাখ্য়া দিলেন উদয়নের ছেলে সায়ন্তন গুহ ৷

সায়ন্তনের তোপ

কোচবিহার, 1 এপ্রিল: 'ভিত্তিহীন অভিযোগ ও অবমাননাকর মন্তব্য' করার জন্য আইনি নোটিশ ধরানো হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ভাগ্নি উজ্জ্বয়িনী রায়কে ৷ শনিবার কোচবিহারে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তাঁদের এই পদক্ষেপের কথা জানান উদয়নের ছেলে সায়ন্তন গুহ ৷ প্রসঙ্গত, সায়ন্তন নিজে একজন ব্যাংককর্মী ৷ কাজ করেন একটি বেসরকারি ব্য়াংকে ৷ পাশাপাশি, তিনি তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া সেলের দিনহাটা মহকুমার প্রধান উপদেষ্টা ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বলেন, কিছু মানুষ শুধুমাত্র প্রচারে আসার জন্য তাঁর বাবাকে অসম্মান করছেন ৷ উদয়ন গুহর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন তাঁরা ৷ এই অভিযোগকারীরা আদতে খবরে থাকতে চান বলেও কটাক্ষ করেন সায়ন্তন ৷ তাঁর দাবি, এইসব 'সমালোচকদের' কথা কেউ লেখেন না ৷ তাই তাঁরা উদয়ন গুহর নাম নিচ্ছেন ৷ তাতে তাঁরা সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং খবরে তাঁদের নিয়ে আলোচনা হবে ৷ উজ্জ্বয়িনী রায়ও তেমনই একজন বলে মনে করেন সায়ন্তন ৷

প্রসঙ্গত, উজ্জ্বয়িনী সম্পর্কে উদয়নের ভাগ্নি হলেও তাঁর একটি আলাদা রাজনৈতিক পরিচয়ও রয়েছে ৷ তিনি একজন সক্রিয় বিজেপিকর্মী ৷ গত কয়েকদিন ধরে উজ্জ্বয়িনী দাবি করছেন, তাঁর দাদু অর্থাৎ উদয়ন গুহর বাবা কমল গুহ যখন মন্ত্রী ছিলেন, সেই সময় বীজ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন মামা উদয়ন ! ভাগ্নির এই অভিযোগের জবাব দিতে দেরি করেননি উদয়ন ৷ তাঁর সাফ কথা, তিনি যদি বীজ দুর্নীতিতে যুক্ত থাকেন, তাহলে কোনও থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল না কেন ?

আরও পড়ুন: 'শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকেছেন', সেলিমকে আক্রমণ উদয়নের

শনিবার একই সুর শোনা যায় উদয়ন-পুত্র সায়ন্তনের গলাতেও ৷ তিনি বলেন, যা হয়েছে, যথেষ্ট হয়েছে ! আর এসব ভিত্তিহীন অভিযোগ, কুৎসা সহ্য করা সম্ভব নয় ৷ সেই কারণেই উজ্জ্বয়িনী রায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে ৷ এই নোটিশে উজ্জ্বয়িনীকে 15 দিন সময় দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, এই 15 দিনের মধ্যে হয় তাঁকে তাঁর অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করতে হবে, আর তা না হলে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ৷ কিন্তু, তিনি যদি দু'টির একটিও না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে ৷ এখন উজ্জ্বয়িনী এর কী জবাব দেন, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.