ETV Bharat / state

Visva Bharati: বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্তির সম্ভাবনা, আসছেন ইউনেসকোর প্রতিনিধিরা

author img

By

Published : Sep 26, 2021, 10:30 PM IST

Updated : Sep 27, 2021, 5:59 AM IST

visva-bharati-university-may-be-listed-for-unesco-world-heritage
বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্তির সম্ভাবনা, আসছে ইউনেসকোর প্রতিনিধিরা

ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হতে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ 28-3 অক্টোবরের মধ্যে ইউনেসকোর 30 সদস্যের প্রতিনিধিদল বিশ্বভারতীতে আসবে ৷ তার আগে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন ও অমূল্য ভাস্কর্য-স্থাপত্যগুলি সংস্কারের কাজ শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ আর বিশ্বভারতীর নয়া এই প্রাপ্তির সম্ভাবনায় উচ্ছ্বসিত সেখানের পড়ুয়ারা ৷

শান্তিনিকেতন, 26 সেপ্টেম্বর : ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবরের মধ্যে ইউনেসকোর 30 সদস্যের প্রতিনিধিদলের বিশ্বভারতীতে আসার কথা রয়েছে ৷ তার আগে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে জোরকদমে চলছে ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্য-স্থাপত্যগুলির সংস্কারের কাজ ৷ আর এতে রীতিমত উচ্ছ্বাসিত বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ইউনেসকোর তালিকাভুক্ত করার জন্য আগেই আবেদন করা হয়েছিল ৷

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, সেই আবেদনের ভিত্তিতে আগামী 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবরের মধ্যে ইউনেস্কোর 30 সদস্যের প্রতিনিধিদল বিশ্বভারতী পরিদর্শনে আসবে ৷ বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করা যায় কি না তা খতিয়ে দেখবেন ওই প্রতিনিধিদলের সদস্যরা ৷ যাতে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হতে পারে, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর তত্ত্বাবধানে ৷ প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বিশ্বভারতীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহ্যবাহী ভবন ও অমূল্য ভাস্কর্য-স্থাপত্যগুলি সংস্কারের কাজ চলছে ৷ মোট 24টি ভবন ও স্থাপত্য সংস্কারের কাজ চলছে ৷ যেগুলিকে সম্মিলিতভাবে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করার সম্ভাবনা রয়েছে ৷ যেমন, বিশ্বভারতীর উপাসনাগৃহ, তালধ্বজ, রবীন্দ্রভবনের ভেতরে ধাকা কোণার্ক, শ্যামলী, উদয়ন, উদীচী-সহ প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসুর ভাস্কর্য ও স্থাপত্য সংস্কারের কাজ চলছে ৷

ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্তির সম্ভাবনা

আরও পড়ুন : Visva Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

এই কাজের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজস্ব একটি কমিটিও গঠন করেছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনায় রীতিমত উচ্ছ্বাসিত পড়ুয়ারা ৷ বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী বা নিয়মাবলী রয়েছে, তাই মূলত খতিয়ে দেখবেন ইউনেসকোর প্রতিনিধি দল ৷ পড়ুয়াদের তরফে অনিন্দিতা রাউত বলেন, ‘‘বিশ্বভারতীতে যে সমস্ত মূল্যবান ভাস্কর্য, ভবন রয়েছে সেগুলি ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার মতোই ৷ তাই বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হলে আমরা সবচেয়ে বেশি খুশি হব ৷’’ আরেক পড়ুয়া সুচিস্মিতা সরকার বলেন, ‘‘বিশ্বভারতী এমনিতেই একটি ঐতিহ্যবাহী স্থান ৷ এই বিশ্বভারতী যদি ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয় সেটা আমাদের কাছে বাড়তি পাওনা হবে ৷ আমরা উদগ্রীব হয়ে রয়েছি, কবে বিশ্বভারতী এই তালিকাভুক্ত হবে ৷’’

Last Updated :Sep 27, 2021, 5:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.