ETV Bharat / state

খয়রাশোলে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার , খুনের অভিযোগ

author img

By

Published : Jul 4, 2020, 6:28 PM IST

খয়রাশোলে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ৷ তার পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

খয়রাশোলে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার , খুনের অভিযোগ

খয়রাশোল, 4 জুন : তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ৷ বীরভূমের খয়রাশোল থানা এলাকার রানীপাথর গ্রামের ঘটনা ৷ আজ সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতের নাম শিশির বাউরি ( 45 ) ৷ খয়রাশোলের আমজোলা গ্রামের বাসিন্দা ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

মৃতের পরিবারের তরফে দাবি, শিশির তৃণমূল দলের কর্মী ছিল ৷ তাকে গুলি করে খুন করা হয়েছে ৷ মৃতের স্ত্রী জানায়, "আমার স্বামীকে গুলি করে খুন করা হয়েছে । সে একজন তৃণমূল কর্মী ও যারা ডেকে নিয়ে গেছিল তারাও তৃণমূল করে । " স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে পিকনিক করবে বলে শিশির বাউরিকে ডেকে নিয়ে যায় গ্রামেরই দুই ব্যক্তি ৷ এরপর গতকাল রাত 8 টায় বাড়ি থেকে বেরিয়ে যায় সে ৷ তারপর থেকে আর বাড়ি ফেরেনি ৷ যারা তাকে ডেকে নিয়ে গেছিল তাদের প্রথমে জিজ্ঞাসা করা হয় ৷ তারা বলে খোঁজাখুঁজি করার জন্য ৷ এরপর সারারাত খুঁজলেও তাকে পাওয়া যায়নি ৷ সকালবেলায় গ্রাম থেকে 1 কিমি দূরে পাশের গ্রামের ফাঁকা মাঠে তার দেহ পাওয়া যায় ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷

খবর পেয়েই ঘটনাস্থানে যায় পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, গ্রামবাসিরা ওই ব্যক্তির দেহ প্রথম দেখতে পায় ৷ মৃতের কানের উপরে মাথার দিকে আঘাতের চিহ্ন রয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ পাশাপাশি, মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে বোমাবাজি করার মত অভিযোগ রয়েছে খয়রাশোল থানায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.