ETV Bharat / state

TMC Meeting in Suri: অমিত শাহের পালটা সভার ডাক তৃণমূলের, থাকবেন ফিরহাদ হাকিম

author img

By

Published : Apr 14, 2023, 9:42 PM IST

Etv Bharat
অমিত শাহ ও ফিরহাদ হাকিম

অমিত শাহর মিটিংয়ের পালটা সভা সিউড়িতে করতে চলেছে তৃণমূল ৷ রবিবার ওই সভায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম ৷

সিউড়ি, 14 এপ্রিল: শুক্রবার বীরভূমের সিউড়িতে জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার অর্থাৎ 16 এপ্রিল এর পালটা সভা সিউড়িতে করতে চলেছে তৃণমূল শিবির ৷ যে মাঠে এদিন অমিত শাহ সভা করলেন, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে সেচ দফতরের মাঠে রবিবার রাজ্যের শাসকদলের ওই সভা হবে ৷ সভায় থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

উল্লেখ্য, 2 দিনের রাজ্য সফরে এসে এদিন সিউড়ির বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ ৷ এদিনের সভা থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অমিত শাহ কোনও কথা না বললেও, লোকসভা ভোটে বিজেপিকে এ রাজ্য থেকে 35টি আসনে জেতানোর আহ্বান জানিয়েছেন ৷

এদিনের সভা থেকে অমিত শাহ জানান, আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপি 35টি আসন পেলে 2025 এর আগেই ক্ষমতা থেকে উৎখাত হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৷ সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারও ৷ বিজেপি কর্মীদের কোনও সমস্যা হলে যারা সমস্যা তৈরি করবেন তাঁদের অবস্থা অনুব্রত মণ্ডলের মতো হবে বলে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷

আরও পড়ুন: লোকসভায় বিজেপির 35 আসনেই পড়বে রাজ্যের সরকার ! চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল

বিজেপি নেতাদের হুঁশিয়ারির জবাব দিতে এদিনই পালটা সভার ডাক দিল তৃণমূল শিবির ৷ বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ঢিল ছোড়া দূরত্বে সেচ বিভাগের বড় মাঠ রয়েছে ৷ সেখানে 16 এপ্রিল এই সভা হবে ৷ সভায় উপস্থিত থাকার কথা রাজ্যের পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী-সহ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ৷ সভার আগে ওই দিন বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকও আছে ৷ সেই বৈঠকেও যোগ দেবেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.