ETV Bharat / state

Cattle Smuggling Scam: হেলমেটে মাথা ঢেকে জঙ্গল পথে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে গেলেন তৃণমূলের কাউন্সিলর

author img

By

Published : Nov 10, 2022, 7:10 PM IST

TMC Councilor enters from the back door of CBI Camp office wearing helmet to conceal his identity
Cattle Smuggling Scam: হেলমেটে মাথা ঢেকে জঙ্গল পথে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে গেলেন তৃণমূলের কাউন্সিলর

বোলপুর পৌরসভার (Bolpur Municipality) তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি সিবিআই (CBI) অফিসে হাজিরা দেন ৷ মূল গেট দিয়ে না গিয়ে তিনি পিছন দিয়ে সিবিআই ক্যাম্প অফিসে যান তিনি ৷ পরিচয় ঢাকতে মাথায় হেলমেট পরে ছিলেন তিনি ৷

বোলপুর, 10 নভেম্বর: সাংবাদিকের প্রশ্ন থেকে বাঁচতে তারের বেড়া পার হয়ে সিবিআই (CBI) ক্যাম্প অফিসে ঢুকে হাজিরা দিলেন তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর । গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে বোলপুরের (Bolpur) রতনকুঠি গেস্ট হাউজে সিবিআই ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়েছিল ৷ গেট দিয়ে না গিয়ে, পিছনের জঙ্গলময় তারের বেড়া পার হয়ে ক্যাম্প অফিসে ঢোকেন তিনি৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে ।

TMC Councilor enters from the back door of CBI Camp office wearing helmet to conceal his identity
তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

11 নভেম্বর গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) ফের বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে ৷ তার আগে এদিন বোলপুরে এসে জোরকদমে তথ্য সংগ্রহ শুরু করলেন গোয়েন্দারা ৷ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার (Bolpur Municipality) ভাইস চেয়ারম্যান ওমর শেখ, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন-সহ লটারি এজেন্সির মালিক, ব্যাংক আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই অফিসারেরা ।

TMC Councilor enters from the back door of CBI Camp office wearing helmet to conceal his identity
তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের ক্যাম্প অফিস৷ সাংবাদিক এড়াতে রতনকুঠি মূল গেট দিয়ে গিয়ে হাজিরা দিলেন না তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় । গেস্ট হাউজের পিছনে জঙ্গলময় এলাকায় তারের বেড়া পার হয়ে ভিতরে ঢোকেন তিনি ৷ মাথায় হেলমেট পরে এভাবেই লুকিয়ে ক্যাম্প অফিসে ঢুকে হাজিরা দিলেন এই তৃণমূল কাউন্সিলর । যা নিয়ে প্রশ্ন উঠেছে । রতনকুঠি গেস্ট হাউজের নিরাপত্তার দায়িত্বে বিশ্বভারতীর বেসরকারি নিরাপত্তারক্ষীরা থাকেন ৷ তা সত্ত্বেও একটি কেন্দ্রীয় গোয়েন্দাদের ক্যাম্প অফিসে তারের বেড়া পার হয়ে ভিতরে ঢুকে গেলেন এক কাউন্সিলর । এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন: আদালতে তোলার আগে অনুব্রতর বিরুদ্ধে তথ্য জোগাড়, জেরা 2 কাউন্সিলারকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.