ETV Bharat / state

Cattle Smuggling Case: আদালতে তোলার আগে অনুব্রতর বিরুদ্ধে তথ্য জোগাড়, জেরা 2 কাউন্সিলারকে

author img

By

Published : Nov 10, 2022, 2:41 PM IST

আদালতে তোলার আগে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে তথ্য জোগাড় করছে সিবিআই (CBI)৷ আজ বীরভূমে 2 কাউন্সিলার-সহ বেশ কয়েকজনকে জেরা করা হচ্ছে ৷

Cattle Smuggling Case: CBI interrogates two councilors who were close to Anubrata Mondal
আদালতে তোলার আগে অনুব্রতর বিরুদ্ধে তথ্য জোগাড়, জেরা 2 কাউন্সিলারকে

বোলপুর, 10 নভেম্বর: গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার আগে দুই কাউন্সিলর-সহ ব্যাঙ্ক আধিকারিক ও লটারি এজেন্সির মালিককে জেরা করল সিবিআই (CBI)৷ বৃহস্পতিবার সকাল থেকেই এক এক করে অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠদের জেরা করছে সিবিআই । বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে অনুব্রত ঘনিষ্ঠ দুই কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও ওমর শেখকে দীর্ঘক্ষণ জেরা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । 11 নভেম্বর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে ।

গরু পাচার মামলায় একদিকে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, হিসেবরক্ষক মণীশ কোঠারী, ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, সঞ্জীব মজুমদার, মলয় পীঠকে দিল্লিতে ডেকে জেরা করছে ইডি । অন্যদিকে, বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআই ক্যাম্প অফিসে এক এক করে অনুব্রত ঘনিষ্ঠ দুই কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ওমর শেখ-সহ লটারি এজেন্সির মালিক, ব্যাংক আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন অফিসারেরা ৷ ওমর শেখ হলেন বোলপুর পৌরসভার উপপৌরপিতা ৷

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বোলপুর পৌরসভার এই তৃণমূল কাউন্সিলারদের অ্যাকাউন্টে কীভাবে এককালীন 46 লক্ষ টাকা এল, কীভাবে এই কাউন্সিলারদের অ্যাকাউন্টে একাধিক বড় অংকের লেনদেন হয়েছে, মূলত এই বিষয়টি তদন্ত করে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । এছাড়া বেশ কয়েকটি লটারিতে টাকা পাওয়ার ঘটনায় যোগ রয়েছে অনুব্রতর । এটাই কি কালো টাকা সাদা করার হাতিয়ার ছিল বীরভূম তৃৃণমূলের জেলা সভাপতির ? এই বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.