ETV Bharat / state

Panchayat Election Results 2023: অনুব্রতহীন বীরভূমে কাজল শেখের দখলে নানুর, জয়ী 44 হাজার ভোটের ব্যবধানে

author img

By

Published : Jul 12, 2023, 6:39 PM IST

TMC candidate Kajal Sheikh
নানুরের তৃণমূল প্রার্থী কাজল শেখ

সাড়ে 44 হাজার ভোটের ব্যবধানে জয়ী হলেন নানুরের তৃণমূল প্রার্থী কাজল শেখ ৷ এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি ৷

অনুব্রতহীন বীরভূমে কাজল শেখের দখলে নানুর

নানুর, 12 জুলাই: 44 হাজার 436 ভোটে জেলা পরিষদের আসনে জয়লাভ করলেন নানুরের তৃণমূল প্রার্থী কাজল শেখ । একদা অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত তিনি ৷ সম্ভবত, এখনও পর্যন্ত রাজ্য সর্বাধিক ব্যবধানে জয় এটি ৷ জয়লাভের পর নানুরে নিজের গ্রামে মিছিল করেন জেলা পরিষদের এই প্রার্থী ৷

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকে নানুর মানেই তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে যুব নেতা কাজল শেখ গোষ্ঠীর লড়াই ও মতবিরোধ সর্বজনবিদিত । প্রায় সময় এই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজিতে উত্তপ্ত হয়েছে নানুরের মাটি ৷ বর্তমানে গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত । তাই বীরভূম জেলার রাশ ধরেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অনুব্রতহীন বীরভূম সফরে এসে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তিনি ৷ 9 জনের এই কোর কমিটিতে স্থান পেয়েছিলেন কেতুগ্রামের বিধায়ক শাহনাওয়াজ হোসের ভাই কাজল শেখ ৷

পঞ্চায়েত নির্বাচনের নানুর থেকে বীরভূম জেলা পরিষদের আসনে লড়েছেন তিনি ৷ এই প্রথম তাঁর ভোটের ময়দানে পা রাখা ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন সুকল মাড্ডি ৷ প্রথম থেকেই প্রচারে জোর দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল শেখ । তবে নির্বাচনে নানুরে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধীরা । বুধবার নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা গেল জেলা পরিষদের আসনে বিরোধী প্রার্থীকে প্রায় 44 হাজার 436 ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী কাজল শেখ ।

আরও পড়ুন: 'নন্দীগ্রামের মতো কারচুপি', রামপুরহাটে 36 ভোটে হারের পর দাবি মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রীর

এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় গণনা চলছে ৷ তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এটি হল সর্বাধিক ব্যবধানে জয় ৷ জেলা পরিষদের আসন থেকে কাজলের এত ব্যবধানে জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা ৷ এদিন নিজের গ্রামে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন কাজল শেখ । তিনি বলেন, "সবটাই মানুষের ভালোবাসা ৷ এই প্রথম ভোটে দাঁড়িয়েছিলাম ৷ এত ভোটে জেতায় খুব খুশি আমি ও আমার সহযোদ্ধারা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.