ETV Bharat / state

Anubrata Mondal: কোটি কোটি টাকার 'সম্পত্তির মালিক' কেষ্ট, রইল বিস্তারিত বিবরণ

author img

By

Published : Oct 13, 2022, 7:58 AM IST

গরুপাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ৷ বীরভূমের জেলা সভাপতির নামে অথবা বেনামে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার ৷ কী ভাবে এল এত টাকা ? এর পরিমাণই বা কত (Anubrata Mondal Property) ?

Anubrata and Sukanya Mondal
ETV Bharat

13 অক্টোবর, বোলপুর: গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের নামে-বেনামে সম্পত্তির খতিয়ান ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ৷ এখনও পর্যন্ত তদন্তে সিবিআই আধিকারিকেরা তাঁর যে সম্পত্তির হদিশ পেয়েছেন, তা আসানসোল আদালতে চার্জশিট আকারে জমা দিয়েছেন । এক নজরে দেখে নেওয়া যাক সেই সব সম্পত্তির খতিয়ান - গরুপাচার মামলার তদন্তে নেমে একে একে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির নথি ৷ এই সম্পত্তি হয়েছে 2012 সাল থেকে । অর্থাৎ, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ।

2015-22 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল জমি কিনেছেন 7 কোটি 71 লক্ষ 80 হাজার 500 টাকার ৷ যার বর্তমান বাজার দর (Market Value) 12 কোটি 3 লক্ষ 32 হাজার 147 টাকা । 2014-22 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রীর ছবি মণ্ডলের নামে 'যৌথ ভাবে' বোলপুরের কালিকাপুর মৌজায় ভাগে ভাগে মোট 295 শতক জমি কেনা হয়েছে 75 লক্ষ টাকার বিনিময়ে । যার বর্তমান বাজার দর 2 কোটি 39 লক্ষ 22 হাজার 150 টাকা ।

Anubrata Mondal Property
অনুব্রত মণ্ডলের সম্পত্তি

অনুব্রত মণ্ডল নিজের নামে বোলপুরের গয়েশপুর মৌজায় ভাগে ভাগে 304 শতক, কালিকাপুর মৌজায় 35.55 শতক, বোলপুর মৌজায় 2.50 শতক, খোসকদমপুর মৌজায় 24 শতক জমি কিনেছেন ৷ যার দাম দিয়েছেন 1 কোটি 41 লক্ষ 50 হাজার 800 টাকা । যার বর্তমান বাজার দর 3 কোটি 77 লক্ষ 84 হাজার 170 টাকা ৷

আরও পড়ুন: ফের অনুব্রতর কন্যা ও ভাগ্নেকে তলব করল সিবিআই

মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বোলপুরের কালিকাপুর মৌজায় ভাগে ভাগে 398.01 শতক, খোসকদমপুর মৌজায় 9 শতক, বল্লভপুর মৌজায় 62 শতক, মকরমপুর মৌজায় 2.03 শতক জমি কিনেছেন ৷ যার মূল্য 1 কোটি 48 লক্ষ 42 হাজার 500 টাকা । বর্তমান বাজার দর হল 2 কোটি 91 লক্ষ 34 হাজার 997 টাকা ৷

Anubrata Mondal Property
অনুব্রত মণ্ডলের সম্পত্তি

2013-16 সাল থেকে কেনা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডলের নামেও রয়েছে বহু জমি । বোলপুরের কালিকাপুর মৌজায় 60.01 শতক, বোলপুর মৌজায় 3 শতক, গয়েশপুর মৌজায় 32.04 শতক জমি রয়েছে । যা 78 লক্ষ 10 হাজার 250 টাকায় কেনা হয়েছিল । যার বর্তমান বাজার দর 1 কোটি 32 লক্ষ 7 হাজার 607 টাকা ।

জমি ছাড়াও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুব্রত মণ্ডল, মেয়ে সুকন্যা মণ্ডল, ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামে রয়েছে ফিক্সড ডিপোজিট ৷ রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের সল্টলেক শাখায় দু'টি পৃথক অ্যাকাউন্টে অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে 5 কোটি 27 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে ৷ যার মধ্যে অনুব্রত মণ্ডলের নামে 1 কোটি 28 লক্ষ 18 হাজার 99 টাকার ফিক্সড ডিপোজিট । বাকিটা মেয়ের নামে ৷ এছাড়া, তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা আরও তথ্য পেয়েছেন ৷ তা হল- রাষ্ট্রায়ত্ত দু'টি ব্যাঙ্কের বোলপুর, সিউড়ি শাখায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল-সহ ভোলেবোম রাইস মিল, শিবশম্ভু রাইস মিল, মা কালি ট্রেডার্স ও এএনএম অ্যাগ্রোনমি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে অ্যাকাউন্টে যথাক্রমে 5 কোটি 27 লক্ষ, 4 কোটি 57 লক্ষ, 7 কোটি 13 লক্ষ, 1 কোটি 12 লক্ষ, 18 কোটি 9 লক্ষ টাকা রয়েছে । মোট 36 কোটি 18 লক্ষ টাকা রয়েছে পৃথক অ্যাকাউন্টগুলিতে ৷

এমনকী, এই এএনএম আগ্রোনমি ফুড প্রাইভেট লিমিটেডের নামে 16 টি সম্পত্তি রয়েছে ৷ যার মূল্য 7 কোটি 15 লক্ষ 45 হাজার 494 টাকা । মা দুর্গা ট্রেডার্স নামের কোম্পানিতে নগদে লগ্নি হয়েছে 1 কোটি 57 লক্ষ 74 হাজার 998 টাকা । ভোলেবোম রাইস মিলে নগদে লগ্নি হয়েছে 1 কোটি 69 লক্ষ 19 হাজার 955 টাকা । ডেভলপার্স প্রাইভেট লিমিটেডে নগদে লগ্নি হয়েছে 79 লক্ষ 60 হাজার টাকা । এই সংস্থার মাথায় আছেন অনুব্রতর কন্যা সুকন্যা । সংস্থার নামে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে সিবিআই ।

আরও পড়ুন: পুজোর পর ফের গরুপাচার মামলায় তৎপর সিবিআই, অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা

এর বাইরেও বোলপুর পৌরসভার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে 62 লক্ষ 77 হাজার 345 টাকার লেনদেন হয়েছে ৷ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদ্যুৎ বরণ গায়েনের মারফৎ 2015-22 সাল পর্যন্ত 12 কোটি 3 লক্ষ 32 হাজার টাকার জমি কেনা হয়েছে । কলকাতায় দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে যথাক্রমে 3 কোটি ও 5 কোটি 92 লক্ষ টাকা রয়েছে । এই অ্যাকাউন্ট দু'টি প্রায় সময় লেনদেনের জন্য ব্যবহৃত হত ৷ অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টটেন্ট মণীষ কোঠারি-সহ 16 জন শেয়ার হোল্ডার সুকন্য মণ্ডল ও বিদ্যুৎ বরণ গায়েনের কোম্পানিতে যুক্ত । তাঁদের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার হদিশ পায় সিবিআই আধিকারিকেরা ।

অনুব্রত মণ্ডল শুধু যে জমি কিনেছেন তা নয় ৷ একাধিক জমি বিক্রিও করেছেন । বোলপুরের গয়েশপুর মৌজায় 12 জায়গায় মোট 66.62 শতক জমি বিক্রি করেছেন অনুব্রত ৷ যা থেকে তিনি পেয়েছেন 1 কোটি 50 লক্ষ 39 হাজার 485 টাকা ।

উল্লেখযোগ্য বিষয় হল, অনুব্রত মণ্ডল তাঁর নামে-বেনামে যে সমস্ত সম্পত্তি কিনেছেন, সে সবই বাজার দরের থেকে কম দর দেখিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে । কিন্তু, নিজে যে সমস্ত জমি বিক্রি করেছেন সবই বর্তমান বাজার দর অনুযায়ী ।

জমি কেনাবেচা, রাইস মিল-সহ বিভিন্ন কোম্পানিতে লগ্নি, নামে-বেনামে একাউন্ট, ফিক্সড ডিপোজিট মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তির নথি এখনও পর্যন্ত হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকেরা । সিবিআই সূত্রে জানা গিয়েছে, এর বাইরে আরও সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের ৷ তাঁর খোঁজে পুজো কাটতেই জোর তৎপরতা শুরু করেছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন: সুকন্যার সংস্থাকে নোটিশ পাঠাল সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.