ETV Bharat / state

Surya Kanta Mishra slams CM: 'অযোগ্য চাকরিহারাদের ঘুষের টাকা ফেরত দিন মুখ্যমন্ত্রী !' তোপ সূর্যকান্তের

author img

By

Published : Mar 16, 2023, 9:27 PM IST

Surya Kanta Mishra slams CM Mamata Banerjee over her comment in WB Recruitment Scam
সূর্যকান্তের নিশানায় মমতা

নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) ইস্যুতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে মুখ খুললেন সূর্যকান্ড মিশ্র (Surya Kanta Mishra slams CM Mamata Banerjee) ৷ কী বললেন তিনি ?

সূর্যকান্তের সমালোচনা

রামপুরহাট, 16 মার্চ: "মুখ্যমন্ত্রীর অবস্থান ঘুষ ও দুর্নীতির পক্ষে !" বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে এসে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তথা দলের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra slams CM) ৷ এদিন রামপুরহাটে আয়োজিত একটি দলীয় কর্মশালায় যোগ দিতে আসেন সূর্যকান্ত ৷ সেই কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) ইস্যুতে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন ৷

উল্লেখ্য, এর আগে কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির তদন্তের জেরে চাকরিহারা অযোগ্য প্রার্থীদের কার্যত পাশে দাঁড়িয়েছিলেন মমতা (Mamata Banerjee)! আদালত ও বিচারপতিদের উদ্দেশে বলেছিলেন, "প্রধান বিচারপতি এখানে নেই (তবে, অন্য বিচারপতি ছিলেন ৷ তাঁকে উদ্দেশ করেই মমতা সরাসরি মন্তব্য করেন) ৷ এটা আমার ব্যক্তিগত মত ৷ দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ৷" এমনকী, অবৈধ ও অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া চাকরি যাতে বৈধ স্বীকৃতি পায়, সেই বন্দোবস্ত করার পক্ষেও সওয়াল করেন মমতা ! যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে ৷

এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সূর্যকান্ত বলেন, তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে টুইট করেছেন ৷ পাশাপাশি তিনি বলেন, যাঁরা অন্যায়ভাবে চাকরি আদায় করেছেন, মুখ্যমন্ত্রী তাঁদেরই সমর্থন করছেন ৷ এর থেকেই প্রমাণিত যে রাজ্য়ের প্রশাসনিক প্রধান আদতে দুর্নীতির পক্ষে রয়েছেন ! সূর্যকান্তের বক্তব্য, অযোগ্য প্রার্থীদের জন্য মমতা যদি এতটাই চিন্তিত হন, তাহলে তাঁদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নেওয়া হয়েছিল, তা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করুন ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

একইসঙ্গে সূর্যকান্তের কটাক্ষ, যোগ্য প্রার্থীরা ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ অনশন করছেন ৷ আর মুখ্যমন্ত্রী অযোগ্যদের সমর্থন করছেন ! অযোগ্যদের প্রতি তাঁর যত দরদ, তার এক ভগ্নাংশও যদি যোগ্য প্রার্থীদের জন্য থাকত, তাহলে তিনি খুশি হতেন বলেও জানিয়েছেন সূর্যকান্ত ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই টাকা নিয়েছেন ৷ তাঁদের ঘরে টাকার পাহাড় ! সবাই সেই টাকা দেখেছেন ৷ সেই টাকা থেকেই বরং অযোগ্যদের থেকে নেওয়া ঘুষের অর্থ ফেরত দেওয়া হোক !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.