ETV Bharat / state

শঙ্খ ঘোষের প্রয়াণে মন খারাপ শান্তিনিকেতনের

author img

By

Published : Apr 21, 2021, 7:20 PM IST

wb_brmh_01_kobi shankha ghosh santiniketan_7203424
শঙ্খ ঘোষের প্রয়াণে মন খারাপ শান্তিনিকেতনের

শঙ্খ ঘোষের প্রয়াণে মন খারাপ শান্তিনিকেতনের ৷ স্মৃতিচারণ করলেন তাঁর প্রাক্তন ছাত্র অভ্র বসু ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ৷ স্বজন হারানোর ব্যথা নিয়ে ফিরলেন অতীতে ৷

শান্তিনিকেতন, 21 এপ্রিল : প্রয়াত কবি শঙ্খ ঘোষ। শোকস্তব্ধ শান্তিনিকেতন ৷ শান্তিনিকেতনের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল ৷ দীর্ঘদিন রবীন্দ্রভবনের অধ্যক্ষ ছিলেন তিনি ৷ বিশ্বভারতী তাঁকে ‘‘দেশিকোত্তম’’ পুরস্কারে সম্মানিত করেছিল ৷ তাঁর প্রয়াণে স্মৃতিচারণ করলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা তাঁর ছাত্র অভ্র বসু ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন।

শঙ্খ ঘোষের স্মৃতিচারণ করলেন তাঁর প্রাক্তন ও ছাত্র ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ৷

বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন শঙ্খ ঘোষ ৷ বুধবার সকালে প্রয়াত হন তিনি ৷ শান্তিনিকেতনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ৷ দীর্ঘদিন বিশ্বভারতীর রবীন্দ্রভবনে অধ্যক্ষ ছিলেন তিনি ৷ এছাড়াও, 1999 সালে বিশ্বভারতীর তরফে তাঁকে ‘‘দেশিকোত্তম’’ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ৷

রবীন্দ্রভবনে অধ্যক্ষ থাকাকালীন তাঁরই তত্ত্বাবধানে শুরু হয়েছিল রবীন্দ্র কালানুক্রমিক প্রকাশ ৷ তার পঞ্চম খণ্ড পর্যন্ত প্রকাশিত হয়ে গিয়েছে ৷ রবীন্দ্র কালানুক্রমিকের ষষ্ঠ খণ্ডের কাজও প্রায় শেষ ৷ দ্রুত তা প্রকাশিত হবে ৷ এছাড়া, সপ্তম খণ্ডের কাজে হাত লাগিয়েছিলেন কবি ৷ পাশাপাশি, শান্তিনিকেতনে থাকাকালীন তিনি লিখেছিলেন ‘‘নির্মাণ ও সৃষ্টি’’ নামক গ্রন্থ ৷ রবীন্দ্রনাথের একাধিক পাণ্ডুলিপি ও বিভিন্ন গ্রন্থও সম্পাদনা করেছিলেন কবি শঙ্খ ঘোষ ৷

আরও পড়ুন : নীরবে-নির্জনে বিদায় শঙ্খ ঘোষের

অনেকেই মনে করছেন শঙ্খ ঘোষের চলে যাওয়ায় কালানুক্রমিক রবীন্দ্র রচনাবলীর কাজ অসমাপ্ত থেকে গেল ৷ অধ্যাপক অভ্র বসু বলেন, ‘‘যাদবপুরে ওঁর ছাত্র হিসেবে আমরাই শেষ ব্যাচ ছিলাম ৷ পরে শান্তিনিকেতনেও ওঁর সান্নিধ্যে আসতে পেরেছিলাম ৷ অত্যন্ত দক্ষতার সঙ্গে রবীন্দ্র কালানুক্রমিক সম্পাদনা করছিলেন তিনি ৷ তাঁর চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷’’

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন বলেন, ‘‘কালানুক্রমিক রবীন্দ্র রচনাবলীর কাজ আর হবে কিনা জানি না ৷ শান্তিনিকেতনের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক ছিল ৷ শোক প্রকাশের ভাষা নেই আমার ৷ শুধু বাংলা সাহিত্য নয়, মানবজাতির ক্ষতি হয়ে গেল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.