ETV Bharat / state

Amartya Sen: অমর্ত্য সেনকে 'অসম্মানের' প্রতিবাদে শান্তিনিকেতনে মশাল মিছিল

author img

By

Published : May 1, 2023, 10:12 PM IST

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বাড়িছাড়া করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ ৷ এর প্রতিবাদে সোমবার শান্তিনিকেতনে হল মশাল মিছিল ৷

ETV Bharat
অমর্ত্য সেনকে অসম্মানের প্রতিবাদে মিছিল

অমর্ত্য সেনকে অসম্মানের প্রতিবাদে মিছিল

বোলপুর, 1 মে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'অসম্মানের' প্রতিবাদে মশাল হাতে মিছিল শান্তিনিকেতনে । তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে সোমবার রতনপল্লী থেকে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ি পর্যন্ত মিছিল হয়৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যানার লিখে মশাল মিছিলে হাঁটেন বোলপুর-শান্তিনিকেতনের মানুষজন ।

উল্লেখ্য, ভারতরত্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন । এই অভিযোগ তুলে একাধিকবার তাঁকে জমি ফেরতের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকী বিশ্ববরেণ্য এই ব্যক্তির নামে নানা মন্তব্য করার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ৷ 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বলতে শোনা গিয়ে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী '। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । প্রতিবাদে সামিল হয়েছেন বিদ্বজ্জনেরা ।

এই জমি বিতর্কে অশীতিপর অমর্ত্য সেনকে তাঁর প্রতীচীর বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে তাঁর বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন অমর্ত্য সেনকে বাড়ি ছাড়া করার চেষ্টা হলে তিনি ধরনায় বসবেন ৷ এবার অধ্যাপক অমর্ত্য সেনেকে 'অসম্মানের' প্রতিবাদে মশাল মিছিল হল শান্তিনিকেতনে । বোলপুর পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলের নেতৃত্বে বোলপুর-শান্তিনিকেতনের মানুষজন এই মিছিলে সামিল হন । রতনপল্লী থেকে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ি পর্যন্ত এই প্রতিবাদী মিছিল করা হয় ৷

আশ্রমিক মনীষা বন্দ্যোপাধ্যায় বলেন,"অধ্যাপক অমর্ত্য সেন বিশ্ববরেণ্য । তাঁকে দিনের পর দিন অসম্মান করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তাঁকে অসম্মান করা মানে ভারতের মাথা হেঁট করা । এরই প্রতিবাদে আমরা পথে নেমেছি। আগামী দিনেও সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে সামিল হবে ।" তৃণমূল কাউন্সিলর গৌরি টুডু জানান, যে সমস্যা হয়েছে তা আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়৷ তা না করে যে ভাবে একজন সম্মানীয়, পণ্ডিত ব্যক্তিকে হেনস্থা করা হচ্ছে, সেটা চরম পর্যায়ে৷ এটা ধিক্কারজনক ৷ প্রয়োজনে আরও প্রতিবাদ করা হবে ৷

আরও পড়ুন: অমর্ত্যর বাড়ি ভাঙার চেষ্টা হলে ধরনায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.