ETV Bharat / state

Bolpur Municipality: স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এনে হাইকোর্টে বোলপুরের প্রাথমিক শিক্ষিকা

author img

By

Published : Sep 15, 2022, 3:17 PM IST

Updated : Sep 15, 2022, 6:42 PM IST

Etv Bharat
বোলপুরের কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রাথমিক শিক্ষিকার

একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভার 15 নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন প্রাথমিক শিক্ষিকা(Bolpur Municipality)৷ কী কী অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে ?

কলকাতা, 15 সেপ্টেম্বর: অনৈতিক কাজে বাধা দেওয়ায় বদলির নির্দেশ ৷ তাতেই বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষিকা (Primary teacher complaints in court against 15 no ward councillor of Bolpur)।

বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে বিভিন্ন অনুষ্ঠানে বাধা দেওয়াতেই বদলি করা হচ্ছে তাঁকে ৷ এই মর্মে অভিযোগ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের করেছেন শিক্ষিকা। অতীতে অনুষ্ঠানের পরে বিদ্যালয় নোংরা করার অভিযোগ উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে । সেই কারণে পরে অনুষ্ঠানের জন্য অনুমতি না-দেওয়াতেই এই বদলি বলে মামলায় জানিয়েছেন তিনি(Bolpur Municipality)।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন শিক্ষিকার বক্তব্য শোনার পর নির্দেশ দেন, বীরভূমের হাসপাতালে নয়, শিক্ষিকার শারীরিক অবস্থার পরীক্ষা করতে হবে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরবর্তী শুনানি হবে ডিসেম্বরে ৷

আরও পড়ুন : প্যারা অলিম্পিয়ানকে বঞ্চিত করে অন্য কাউকে চাকরি, জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আদালত সূত্রে খবর, 2014 সালের 21 জানুয়ারি নানুরের সাওতা কিরণশশী প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষিক হিসাবে যোগদান করেন ঋতুপর্ণা ঘোষ । 2015 সালে একটি দুর্ঘটনার কারণে 2017 সালে বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেন তিনি । 2018 সালে সেই আবেদন মঞ্জুর করে তাঁকে বোলপুরের রবীন্দ্র শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় ।

2019 সালের 1 অক্টোবর থেকে তিনি ওই বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ হিসাবে কর্মরত । 2021 সালের 11 ফেব্রুয়ারি তাঁকে বোলপুরের যাদবপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে অস্থায়ী প্রাথমিক শিক্ষক হিসাবে বদলির নোটিশ দেওয়া হয় । মামলাকারীর দাবি এই বিদ্যালয়টি তাঁর বাড়ি থেকে অনেক দূরে । এমনকি 19 এপ্রিল থেকে তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান তিনি ।

আরও পড়ুন : সোমে 23, মঙ্গলে 54 চাকরিপ্রার্থীকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Last Updated :Sep 15, 2022, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.