ETV Bharat / state

Visva-Bharati University: শিক্ষা মন্ত্রককে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতি ভবনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 5:10 PM IST

Updated : Sep 3, 2023, 10:54 PM IST

বিশ্বভারতীর উপাচার্য হওয়ার কিছুকাল পর থেকেই বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ৷ উপাচার্যের মেয়াদ শেষের আগে শিক্ষা মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল রাষ্ট্রপতি ভবন।

Etv Bharat
Etv Bharat

বোলপুর, 3 সেপ্টেম্বর: দুই মাসে শান্তিনিকেতন থানায় বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে 6টি এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও, এক অধ্যাপকের বিরুদ্ধে 4 পড়ুয়াকে নির্যাতনেরও অভিযোগ উঠেছিল আগেই। উপাচার্যের মেয়াদ শেষের আগে শিক্ষা মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল রাষ্ট্রপতি ভবন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে ৷ আর রাষ্ট্রপতি হলেন বিশ্বভারতীর 'পরিদর্শক'।

বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য হওয়ার কিছুকাল পর থেকে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী-অধিকারিকদের একাংশ। এমনকী, রাজ্যের শাসকদলের সঙ্গেও নানা কারণে দূরত্ব বেড়েছে বিশ্বভারতীর। জানা গিয়েছে, এই উপাচার্যের সময়কালে কমপক্ষে 150টি মামলা হয়েছে ৷ বোলপুর মহকুমা আদালত, সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের চলছে সেই সমস্ত মামলা ।

গত দুই মাসে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় 6টি এফআইআর হয়েছে। বাঙালিকে কাঁকড়ার জাত বলা, ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য, অধ্যাপককে জাতিবিদ্বেষ মূলক মন্তব্য, অমর্ত্য সেনকে তীর্যক ভাষায় আক্রমণ, গবেষক ছাত্রীকে নিরাপত্তারক্ষী দিয়ে হেনস্তা, অধ্যাপকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুকে ছাত্রীর পোস্ট নিয়ে সঙ্গীতভবনে উপাচার্যের অনশনে বসা প্রভৃতি একের পর এক ঘটনা নিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই সমস্ত অভিযোগের প্রতিলিপি বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী ও পরিদর্শক তথা রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে।

অন্যদিকে, 4 ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক অর্ণব ঘোষের বিরুদ্ধে। বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে যার প্রতিকার না-পেয়ে অনশনে বসেছিলেন ছাত্রীরা। সেই সংক্রান্ত অভিযোগও জমা পড়েছে রাষ্ট্রপতির দরবারে। জানা গিয়েছে, সামগ্রিক সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতির সচিবালয়। প্রসঙ্গত, আগেই রাষ্ট্রপতির সচিবালয় থেকে 4 ছাত্রীকে নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে। যদিও, এই প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কেউ কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, অনশনে বিশ্বভারতীর 4 ছাত্রী

Last Updated :Sep 3, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.