ETV Bharat / state

হাল ফ্যাশনের পোশাকে নয়, PPE কিটেই হিট ম্যানিকুইন

author img

By

Published : Sep 29, 2020, 4:32 PM IST

এতকাল ম্যানিকুইনগুলিতে সুসজ্জিত ও কারুকার্য করা পোশাক ডিসপ্লে হতে দেখেই অভ্যস্ত মানুষ । তবে এবার ম্যানিকুইনের গায়ে হাল ফ্যাশনের পোশাকের পাশাপাশি জায়গা করে নিয়েছে PPE কিটও । আর এই দেখে অবাক ক্রেতারাও ।

PPE Kits displayed on mannequins
ছবি

বোলপুর, 29 সেপ্টেম্বর : ম্যানিকুইনে এবার আর শুধু সুসজ্জিত পোশাক নয়, জায়গা করে নিয়েছে PPE কিটও । শপিংমল, শো-রুমগুলিতে সাজিয়ে রাখা ম্যানিকুইনের গায়ে পরানো হয়েছে PPE কিট । উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে এই ছবিই ধরা পড়ল বোলপুরে । আসছে বাঙালির সাধের দুর্গোৎসব । তার আগে শপিংমলগুলি সেজে ওঠে অত্যাধুনিক পোশাকের সম্ভারে । কিন্তু, এবার বিশ্বজুড়ে পরিস্থিতি অন্য কথা বলছে । তাই ম্যানিকুইনের গায়ে হাল ফ্যাশনের পোশাকের পাশাপাশি জায়গা করে নিয়েছে PPE কিট । আর এই দেখেই বেশ আশ্চর্য ক্রেতারা ।

যত দিন যাচ্ছে কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউই জানে না । এর মধ্যেই বিভিন্ন পেশার মানুষ রুজিরুটির টানে নিজের কাজ করে চলেছেন । সাধারণত পোশাকের শো-রুম, শপিংমলগুলিতে ঢোকার আগে বা ভিতরে ঢুকলে চোখে পড়ে ম্যানিকুইন । অর্থাৎ সুসজ্জিত অত্যাধুনিক পোশাক প্রদর্শন করার পুতুল । কিন্তু, এবার দেখা গেল এক অন্য দৃশ্য । ম্যানিকুইন তো রয়েছেই, কিন্তু তাতে পরানো রয়েছে PPE কিট ।

PPE Kits displayed on mannequins
বোলপুরের শপিংমলে ম্যানিকুইনের গায়ে PPE কিট

আরও পড়ুন : PPE পরে নাচছেন চিকিৎসক !

PPE কিট । কোরোনা আবহে এখন এই PPE কিট বহুল চর্চিত । সাধারণত ব্যবহার করে থাকেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক, স্যানিটাইজ়েশনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের থেকে শুরু করে COVID 19 হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মী ও সাংবাদিকরা । কোরোনা মোকাবিলার অন্যতম হাতিয়ার এই PPE কিট । এবার এই পোশাক ডিসপ্লে হচ্ছে ম্যানিকুইনের মাধ্যমে । শপিংমলে । বিক্রেতারা জানাচ্ছেন, বিক্রির পাশাপাশি মানুষজনকে সচেতন করতেও এই PPE কিটগুলি ডিসপ্লে করা হচ্ছে । পাশাপাশি, এই ধরনের ডিসপ্লে দেখে বহু ক্রেতা আকৃষ্ট হয়ে শপিংমলে আসছেন ও কৌতুহল প্রকাশ করছেন ।

হাল ফ্যাশনের পোশাকের পাশাপাশি জায়গা করে নিয়েছে PPE কিটও


যদিও, শপিংমলের ম্যানিকুইনে PPE কিট ডিসপ্লে হতে দেখে বেশ কিছুটা অবাক ক্রেতারা । এতকাল ম্যানিকুইনগুলিতে তারা সুসজ্জিত ও কারুকার্য করা পোশাক ডিসপ্লে হতে দেখেই অভ্যস্ত । শপিংমলে এই ধরনের সচেতন করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.