ETV Bharat / state

পোষ্য সারমেয়র নিখোঁজ পোস্টার! খুঁজে দিতে পারলে 5 হাজার টাকা পুরস্কার ঘোষণা মালিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 1:20 PM IST

Updated : Dec 22, 2023, 2:43 PM IST

Etv Bharat
Etv Bharat

Poster on Missing Dog: পোষ্য কুকুরকে খুঁজে দিলে মিলবে 5000 টাকা ৷ শান্তিনিকেতনের বিশ্বভারতীর গেটের কাছে গেলেই চোখে পড়বে এই রকম পোস্টার ৷ নিখোঁজ পোষ্যকে ফিরে পেতে অভিযোগ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন পোষ্যের মালিক শর্মিলা মিত্র।

বোলপুর, 22 ডিসেম্বর : হারিয়ে গিয়েছে আদরের পোষ্য ৷ খুঁজে দেওয়ার জন্য পোস্টার দিলেন চারিদিকে ৷ এমনকী নগদ 5 হাজার টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছেন ওই পোষ্যের মালিক ৷ শান্তিনিকেতনের বিশ্বভারতীর গেটে দেখা গেল দেশি সারমেয়র এই পোস্টার ৷ পোস্টারের পাশাপাশি শান্তিনিকেতন থানায় অভিযোগও করেছেন পোষ্যর মালিক শর্মিলা মিত্র।

কলকাতার নাকতলার বাসিন্দা শর্মিলা মিত্র ৷ সম্প্রতি কেরলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি পান তিনি ৷ অধ্যাপিকা হিসাবে সেখানে যোগ দেওয়ার আগে শান্তিনিকেতনে এক মহিলার কাছে তাঁর পোষ্য সারমেয় বিট্টুকে রেখে যান তিনি ৷ ওই মহিলা সারমেয়টিকে দেখভাল করেন। কয়েকদিন আগে হঠাৎই এই মহিলা শর্মিলা মিত্রকে জানান তাঁর পোষ্য বিট্টু নিখোঁজ হয়ে গিয়েছে ৷ কীভাবে নিখোঁজ হয়েছে তা জিজ্ঞাসা করলে কোনও উত্তর দিতে পারননি ৷ তবে পোষ্যকে মালিক শর্মিলা মিত্র বলেন, " আমি কেরল থেকে ফিরছি। বিট্টুর 7 বছর বয়েস ৷ জুন মাস থেকে নিখোঁজ ৷ ওই মহিলা জানান বিট্টুকে দু’জন নিয়ে চলে গিয়েছে ৷ কিন্তু তাদের কোনও ঠিকানা দিতে পারেনি ৷"

শর্মিলা মিত্র আরও জানান, ইতমধ্যেই তিনি শান্তিনিকেতন থানায় বিট্টুর হারিয়ে যাওয়ার একটি অভিযোগ দায়ের করেছেন ৷ কেরল থেকে ফিরেই যেখানে বিট্টুকে রাখতে দিয়েছিলেন সেখানে যাবেন ৷ থানাতেও যাবেন যাতে বিট্টুকে ফিরে পেতে পারেন ৷ পাশাপাশি 5হাজার টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছেন পোষ্যকে ফিরে পেতে ৷ প্রসঙ্গত, সাধারণত মানুষজন নিঁখোজ হলে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়৷ পোষ্য সারমেয়র জন্য বিশ্বভারতীর বিভিন্ন প্রান্তে এই রকম বিজ্ঞাপনে মানুষজনের কৌতুহল অনেক বেশি ৷ যদিও এটা প্রথম নয়, বোলপুরের রাস্তায় আরও একটি বিজ্ঞাপন দেখা গেল ৷ সেখানে অবশ্য চারটি বিড়াল নিখোঁজের কথা উল্লেখ করা হয়েছে ৷ তবে পশু পাচার চক্রের কাজ হতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা ৷

আরও পড়ুন:

  1. চশমা বাঁদরকে এসকর্ট করে আসা গাড়ির সঙ্গে লরির ধাক্কায় মৃত বনকর্মী, জখম 3
  2. ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ পৌষমেলার প্লট বুকিং! নম্বর ছাড়াই জিএসটি নেওয়া-সহ দালাল চক্রের অভিযোগ
  3. প্রথমবার পৌষমেলার আয়োজনে রাজ্য সরকার, বৈঠক শুরু হতেই প্রকাশ্য়ে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস
Last Updated :Dec 22, 2023, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.