ETV Bharat / state

Samirul Islam: অমর্ত্য সেনকে কেন অপদস্থ করছেন বিশ্বভারতীর উপাচার্য ? রাজ্যসভায় জানতে চাইবেন সামিরুল

author img

By

Published : Aug 3, 2023, 7:28 AM IST

Updated : Aug 3, 2023, 11:51 AM IST

ETV Bharat
সামিরুল ইসলাম

রাজ্যসভার সাংসদ হিসেবে সামিরুল ইসলামকে মনোনীত করেছে তৃণমূল ৷ এ মাসেই তাঁর শপথ গ্রহণ ৷ তিনি জানালেন, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ দাবি করবেন ৷

রাজ্যসভায় তৃণমূলের নতুন সাংসদ সামিরুল ইসলাম বিশ্বভারতীর উপাচার্যের হেনস্থা করার বিষয়টি রাজ্যসভায় তুলবেন

বোলপুর, 3 অগস্ট: উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চাইবেন সামিরুল ইসলাম ৷ তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করেছে তৃণমূল। পাশাপাশি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বারবার কেন অপদস্থ করছেন উপাাচার্য ? উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে এই প্রশ্নও তুলবেন অধ্যাপক তথা সাংসদ ৷ এছাড়া রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কীভাবে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখবেন তিনি ৷ তাঁকে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বোলপুরে সাংবাদিকদের এমনই জানালেন সংস্কৃতি মঞ্চের সভাপতি ৷
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্যও কামনা করেছেন সামিরুল ইসলাম ৷ সম্প্রতি রসায়নের অধ্যাপক সামিরুল ইসলামকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছে তৃণমূল ৷ অগস্ট মাসে তাঁর শপথ গ্রহণ ৷ রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ার পর বীরভূমের বাসিন্দা সামিরুল ইসলাম প্রথমবার শান্তিনিকেতনে এলেন ৷

আরও পড়ুন: গ্রামপঞ্চায়েতের সদস্য থেকে রাজ্যসভার সাংসদ, প্রকাশ চিক বড়াইকের উত্থান রকেটের গতিতে

এদিন সাংবাদিকদের তিনি বলেন, "বাঙালির গর্ব অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উপাচার্য যেভাবে বারবার অবমাননা করছেন সেটা আমি রাজ্যসভায় তুলব ৷ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতিকে জগদীপ ধনকড়কেও বিষয়টি জানাব ৷ পশ্চিমবঙ্গের গর্বের জায়গা বিশ্বভারতী ৷ তাকে কলঙ্কিত করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷" তাঁর অভিযোগ, উপাচার্য বিশ্বভারতীর প্রতি অন্যায় করে চলেছেন ৷ সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের প্রতিও তাঁর যে আচরণ তা মেনে নেওয়া যায় না। সামিরুলের কথায়, "তাঁর (উপাচার্য) সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো ৷"

পরিযাশ্রী শ্রমিকদের বিষয়ে সামিরুল জানান, এই সমস্যা স্বাধীনতার আগের ৷ তিনি বলেন, "এটা স্বাধীনতার পরের বা সাম্প্রতিক কালের সমস্যা নয় ৷ পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যান ৷ তেমনই অন্য রাজ্যগুলি থেকেও শ্রমিকরা এই রাজ্যে আসেন ৷" তিনি আরও জানান, সম্প্রতি বীরভূমের সদয়পুরে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

এ নিয়ে কোভিডকালের কথাও তুলে তিনি বলেন, "শুধু বাংলা নয়, কোভিডের সময় আমরা বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কী অবস্থা, তা দেখেছি ৷ পরিযায়ী শ্রমিকের সমস্যা শুধু বাংলায় এটা ভুল ব্যাখ্যা ৷" মুখ্যমন্ত্রীর পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড গড়ার পদক্ষেপকে সদর্থক ভূমিকা হিসেবেই দেখছেন বোর্ডের চেয়ারম্যান ৷

তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা অনুভব করে পরিযায়ী শ্রমিকদের জন্য় ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছেন ৷ এটা ভারতে প্রথম ৷ রাজ্য থেকে বহু শ্রমিক অন্য রাজ্যে গিয়ে বিপদের মধ্যে রয়েছেন ৷ এই বোর্ডের মাধ্যমে সেসব পরিযায়ী শ্রমিকদের বিষয়টি দেখা হবে ৷ পরিযায়ী শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে অথবা ঋণ দিয়ে কাজের সুযোগ করা হবে ৷ রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করবে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড ৷"

আরও পড়ুন: অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী

Last Updated :Aug 3, 2023, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.