ETV Bharat / state

TMC MP Prakash Chik Baraik: গ্রামপঞ্চায়েতের সদস্য থেকে রাজ্যসভার সাংসদ, প্রকাশ চিক বড়াইকের উত্থান রকেটের গতিতে

author img

By

Published : Jul 18, 2023, 1:48 PM IST

ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি চা বাগানের সন্তান প্রকাশ চিক বড়াইক ৷ এরপর তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়া এবং তারপর আলিপুরদুয়ারের জেলাসভাপতি ৷ সোমবার তিনি রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন ৷

ETV Bharat
প্রকাশ চিক বড়াইক

আলিপুরদুয়ার, 18 জুলাই: গ্রামপঞ্চায়েত সদস্য থেকে রাজ্যসভার সাংসদ ৷ সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলেন আলিপুরদুয়ারের তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক ৷ চা বাগানের আদিবাসী নেতাকে রাজ্যসভায় সাংসদ করায় স্বভাবতই উচ্ছ্বসিত উত্তরের এই জেলাটি ৷ সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে জয়ী হন প্রকাশ চিক বড়াইক ৷ এদিনই নিজের সংশাপত্র হাতে পান নতুন সাংসদ ৷

এরপর বলাই যায়, রকেটের গতিতে উত্থান হয়েছে চা বাগানের সন্তান প্রকাশ চিক বড়াইকের ৷ এই প্রথম তৃণমূল উত্তরবঙ্গের কোনও নেতাকে রাজ্যসভার সাংসদ হিসেবে প্রার্থী করে তাঁকে অনুমোদন দিল ৷ তবে রাজনৈতিক মহলের একাংশের মত, উত্তরবঙ্গে তৃণমূলকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ ৷ বিশেষত, আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে কড়া বার্তা দিল ঘাসফুল ৷

আরও পড়ুন: চা-বাগানের সন্তান হয়ে রাজ্যসভায় মনোনয়ন পাওয়া বিরাট ব্যাপার, মমতাকে ধন্যবাদ প্রকাশ চিক বড়াইকের

কুমারগ্রাম বিধানসভার নিউল্যান্ডস চা বাগানের কর্মী ছিলেন প্রকাশ ৷ এরপর তিনি ওই বাগানেরই ক্লার্ক হন ৷ পরে 2018 সালে প্রথম তৃণমূল কংগ্রেসের টিকিটে গ্রামপঞ্চায়েত সদস্য হয়েছিলেন তিনি ৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আদিবাসী সন্তানকে ৷

আলিপুরদুয়ারের রাজনীতিতে প্রথম সারির নেতা নিসেবে আত্মপ্রকাশ করেন প্রকাশ ৷ 2021 সালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে 5 টি আসনের মধ্যে 5টিতেই হেরে যায় তৃণমূল ৷ এই আসনগুলিতে জয়ী হয় বিজেপি ৷ গেরুয়া শিবিরের দাপটের পর জেলা সভাপতি বদল করে তৃণমূল ৷

তৎকালীন জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে সরিয়ে তাঁর জায়গায় জেলা সভাপতি করা হয় প্রকাশ চিক বড়াইক ৷ এরপর থেকেই চা বাগানে তৃণমূলের সংগঠনকে বাড়ানোর কাজ শুরু করে দেন তিনি ।

আরও পড়ুন: সাধারণ মানুষের নয় আলিপুরদুয়ারের সাংসদের আচ্ছে দিন এসেছে, অভিষেকের নিশানায় বিজেপির জন বার্লা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পাত্র হয়ে ওঠেন প্রকাশ ৷ এর মধ্যে হঠাৎ রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল ৷ নব মনোনীত সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, "আমি সাংসদ হব, এটা কোনওদিনই ভাবিনি ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই জায়গা দিয়েছেন ৷ এটা আমার কাছে অনেক বড় পাওনা ৷ আমি উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করতে চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চা বাগানের মানুষে ন্যায্য পাওনা পাইয়ে দেওয়া এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.