ETV Bharat / state

Shantiniketan Caravan Service : সোনাঝুরির খোয়াই হাটে ক্যারাভ্যানে ‘মোবাইল ওমেন ফেসেলিটি কর্ণার’ পরিষেবা

author img

By

Published : Feb 2, 2022, 10:50 PM IST

শান্তিনিকেতনে পর্যটক স্বাচ্ছন্দ্যের জন্য নতুন উদ্যোগ জেলা পরিষদের (Caravan Service for Tourist in Shantiniketan) ৷ সোনাঝুরির খোয়াই হাটে ক্যারাভ্যান পরিষেবা চালু করা হচ্ছে ৷ নির্মল বাংলা প্রকল্পের আওতায় পর্যটকদের জন্য, বিশেষ করে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য এই ক্যারাভ্যান পরিষেবা (Mobile Women Facility Corner) ৷ যেখানে শৌচাগার, শিশুদের স্তন্যপান করানোর সুবিধা এবং খাবারের কাউন্টারও থাকছে ভ্রাম্যমান ওই ক্যারাভ্যানে ৷

Mobile Women Facility Corner Service in Shantiniketan
Mobile Women Facility Corner Service in Shantiniketan

শান্তিনিকেতন, 2 ফেব্রুয়ারি : শান্তিনিকেতনে পর্যটকদের জন্য ক্যারাভ্যান পরিষেবা চালু করতে চলেছে বীরভূম জেলা পরিষদ (Caravan Service for Tourist in Shantiniketan) ৷ বিশেষ করে মহিলা ও বিকলাঙ্গদের জন্য থাকছে এই ক্যারাভ্যান পরিষেবা ৷ এখানে শৌচালয় থেকে শুরু করে শিশুদের স্তন্যপান করানোর ব্যবস্থাও থাকছে ৷ রয়েছে পোষাক বদলের জায়গাও ৷ মাথাপিছু 20 টাকা খরচ করে এই ক্যারাভ্যান পরিষেবা নিতে পারবেন পর্যটকরা ৷ পাশাপাশি থাকছে স্থানীয়দের তৈরি খাবার ৷ যা কিনতে পারবেন পর্যটকরা ৷ 17 লক্ষ টাকা ব্যয় করে আধুনিকমানের এই বাসটি কিনেছে বীরভূম জেলা প্রশাসন ৷ বাসটি সোনাঝুরির খোয়াই হাটে রাখা থাকবে ৷

বছরের লক্ষাধিক পর্যটক আসে বোলপুর-শান্তিনিকেতনে ৷ বর্তমানে শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ পর্যটকদের সুবিধার্থে এবার এখানে ক্যারাভ্যান পরিষেবা চালু করতে চলেছে বীরভূম জেলা পরিষদ ৷ জেলা পরিষদের নির্মল বাংলা প্রকল্পের খাত থেকে এই বাসের জন্য ইতিমধ্যে 17 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ বিশেষ করে মহিলা ও বিকলাঙ্গদের জন্য এই বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Duare Bank Service : ‘দুয়ারে ব্যাঙ্ক’ প্রকল্পে বীরভূমে শুরু মোবাইল ভ্যান এটিএম পরিষেবা

ক্যারাভ্যানটি তিনটি শৌচালয় রয়েছে ৷ সেই সঙ্গে শিশুদের স্তন্যপান করানোর ব্যবস্থা, পোষাক বদলানোর ঘর, খাওয়ার ঘরের মতো সুবিধা ৷ এই পরিষেবা পেতে মাথাপিছু 20 টাকা ধার্য করা হবে ৷ পাশাপাশি থাকছে স্থানীয়দের তৈরি খাবার ৷ যা কিনতে পারবেন পর্যটকরা ৷ প্রশাসনের তরফে এমনই চিন্তাভাবনা চলছে ৷ জানা গিয়েছে, চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের জন্য ‘‘মোবাইল ওমেন ফেসেলিটি কর্ণার’’ (Mobile Women Facility Corner) নামে এই ক্যারাভ্যান পরিষেবার উদ্বোধন করবেন ৷

এই ক্যারাভান প্রস্তুতকারক সংস্থা ইলুর অন্যতম সদস্য দীপ্তেন্দু রায় বলেন, ‘‘পর্যটকদের সুবিধার্থে আমরা এই ধরনের বাস প্রস্তুত করে থাকি ৷ বিশেষ করে হাইওয়েতে এই পরিষেবা দেওয়া হয় ৷ এ বার বীরভূম জেলা পরিষদ আমাদের এই পরিষেবা চেয়েছে ৷ তারাই আর্থিক বরাদ্দ করেছে ৷ সেই মত 2 মাসে এই বাস প্রস্তুত করেছি আমরা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.