ETV Bharat / state

লকডাউনে শিশুদের পাশে "মাতৃস্নেহ"

author img

By

Published : Apr 14, 2020, 8:45 PM IST

Updated : Apr 14, 2020, 9:07 PM IST

matrisneho by birbhum police for children in birbhum
লকডাউনে শিশুদের জন্য "মাতৃস্নেহ" কর্মসূচি নিল বীরভূম জেলা পুলিশ

লকডাউনের সময় শিশুদের প্রয়োজনীয় খাবার, ওষুধ পৌঁছে দেওয়া হবে বাড়িতে । আপাতত বীরভূম জেলার ছ'টি পৌরসভা এলাকায় এই প্রকল্প চালু হল ।

বীরভূম, 14 এপ্রিল : লকডাউনে শিশুদের খাবার জোগাড় করতে অনেকেরই সমস্যায় পড়তে হচ্ছে । তাই তাদের জন্য "মাতৃস্নেহ" কর্মসূচি নিল বীরভূম জেলা পুলিশ । লকডাউনের সময় শিশুদের প্রয়োজনীয় খাবার, ওষুধ পৌঁছে দেওয়া হবে বাড়িতে । আপাতত জেলার ছ'টি পৌরসভা এলাকায় এই প্রকল্প চালু হল । 7602675311 ও 7602675322-এই নম্বরগুলিতে ফোন করলেই মিলবে পরিষেবা । যা রাজ্যের মধ্যে প্রথম ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে যাতে কারও কোনও অসুবিধা না হয় সেজন্য বীরভূম পুলিশের তরফে "পুলিশ বন্ধু" প্রকল্পের দুটি হেল্পলাইন নম্বর রয়েছে । এবার শিশুদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল তারা । "মাতৃস্নেহ" নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে । জেলার ছ'টি পৌরসভা এলাকায় ছ'টি গাড়ি থাকবে ৷ তাতে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা ।লকডাউনে পৌর এলাকাগুলোর শিশুদের খাবার, প্রয়োজনীয় সামগ্রী এমনকী ওষুধ প্রয়োজন হলে "মাতৃস্নেহ"-র হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে পারবেন । 24 ঘণ্টার মধ্যে পুলিশের তরফে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে । হেল্পলাইন নম্বর দুটি হল- 7602675311 ও 7602675322 । আজ সিউড়িতে আনুষ্ঠানিকভাবে ছ'টি গাড়ির উদ্বোধন করেন পুলিশ সুপার শ্যাম সিং ।

লকডাউনের সময় একাধিক জায়গায় প্যাকেটজাত শিশু খাদ্যের অভাব দেখা দিয়েছে । সেই সব সমস্যার কথা মাথায় রেখেই পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । যা রাজ্যের মধ্যে প্রথম । পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "লকডাউনে শিশুদের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি । আপাতত ছ'টি পৌরসভা এলাকায় এই সুবিধা পাওয়া যাবে । পরে আমরা গোটা জেলায় এই সুবিধা দেব । "

Last Updated :Apr 14, 2020, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.