ETV Bharat / state

মল্লারপুরে পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যুতে বাম-কংগ্রেসের প্রতিবাদ মিছিল

author img

By

Published : Oct 31, 2020, 10:02 PM IST

চুরি করেছে সন্দেহে শুভ মেহেনাকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ । পুলিশি হেপাজতে তার মৃত্যু হয় বলে অভিযোগ । আজ তার প্রতিবাদে মিছিল করে বাম কংগ্রেস ।

bolpur
bolpur

বোলপুর, 31 অক্টোবর : মল্লারপুরে পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যুতে বোলপুরে বাম-কংগ্রেসের প্রতিবাদ মিছিল । কিশোরের মৃত্যুতে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে BJP । এই অভিযোগ তোলা হয় ।

চুরি করেছে সন্দেহে শুভ মেহেনাকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ । পুলিশি হেপাজতে তার মৃত্যু হয় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । লক-আপে মৃত্যুর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তার পরিবারের সদস্যরা ৷ BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ মল্লারপুর থানার সামনে বিক্ষোভ দেখান ।

প্রতিবাদ বাম-কংগ্রেসের

মল্লারপুরে কিশোর-মৃত্যুর ঘটনায় বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ যুব মোর্চার

আজ পালটা প্রতিবাদ মিছিল করে বাম-কংগ্রেস । শহর জুড়ে মিছিল করে তারা ৷ BJP-র পদক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ করে তারা ।

"অনুব্রত মণ্ডল কি বীরভূমের বাপ ?" আক্রমণ সৌমিত্রর

CPI(M)-র রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, "মল্লারপুরের ঘটনার আমরা তীব্র নিন্দা করি । তারই প্রতিবাদে পথে নেমেছি । কিন্তু BJP-র সৌমিত্র খাঁ এখানে এসে যেভাবে রাজনৈতিক রং দিচ্ছেন, আমরা তারও প্রতিবাদ করি ।"

পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যু ঘিরে উত্তপ্ত মল্লারপুর, কাল 12 ঘণ্টা বনধের ডাক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.