ETV Bharat / state

MP Police Arrest Youth in Bolpur : যুবতীর নগ্ন ছবি পোস্ট, বোলপুরের যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ

author img

By

Published : Dec 17, 2021, 10:34 PM IST

যুবতীর নগ্ন ছবি পোস্ট করার অপরাধে বোলপুরের এক যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশের পুলিশ (MP Police Arrest Youth in Bolpur) ৷ ধৃত যুবক স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর জাহাঙ্গির হুসেনের আত্মীয় বলে এলাকায় পরিচিত ।

MP Police Arrest Youth in Bolpur
পুলিশের সঙ্গে ধৃত যুবক

বোলপুর, 17 ডিসেম্বর : সোশ্যাল সাইটে যুবতীর নগ্ন ছবি পোস্ট করায় বোলপুর থেকে এক যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ (MP Police Arrest Youth in Bolpur) ৷ ধৃতের নাম ফারউদ্দিন হক মণ্ডল ৷

বর্ধমানের রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ফারউদ্দিনের বাড়ি বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ভুবনডাঙা এলাকায় ৷ মধ্যপ্রদেশের অনুপপুর জেলার এক যুবতীর নুড ছবি সোশ্যাল সাইটে পোস্ট করা ও নিগ্রহ করার অপরাধে বোলপুর পুলিশের সহযোগিতায় ফারউদ্দিনকে এদিন গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ ৷ মধ্যপ্রদেশের অনুপপুর মহিলা থানায় এই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ 354 এ, 354 ডি, 506, 384 আইপিসি ও 67 তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে ।

শুক্রবার গ্রেফতার করে তাকে বোলপুর মহকুমা আদালতের লকআপে রাখা হয়েছে ৷ শনিবার নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে মধ্যপ্রদেশ পুলিশ । ধৃত যুবক স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর জাহাঙ্গির হুসেনের আত্মীয় বলে এলাকায় পরিচিত ।

আরও পড়ুন : Ilambazar Clash : ধান খেয়েছে ছাগলে ! তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.