ETV Bharat / state

Ilambazar Clash : ধান খেয়েছে ছাগলে ! তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার

author img

By

Published : Dec 14, 2021, 7:40 PM IST

Updated : Dec 14, 2021, 9:24 PM IST

two groups of villagers allegedly fights with each other at ilambazar
Ilambazar Clash : ছাগলে ধান খেয়েছে ! দুই গ্রামের সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার

মঙ্গলবার ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামে ঘটনাটি ঘটে ৷ ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে হয় বলে অভিযোগ (Ilambazar TMC Inner Clash) ৷ ঘটনায় আহত আটজন ৷

ইলামবাজার, 14 ডিসেম্বর : ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূমের ইলামবাজারে (two groups of tmc allegedly fight with each other at ilambazar) । কার্যত রণক্ষেত্রের রূপ নেয় গ্রামের মাঠ । আহত হন দু’পক্ষের প্রায় 8 জন ।

ঘটনাটি ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের ৷ পুলিশের সামনেই বাঁশ লাঠি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ চলতে থাকে বলে অভিযোগ ৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে গ্রামবাসীদের দাবি । মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দু’পক্ষের 6 জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয় ৷ এই অভিযোগ কয়েক দিন ধরেই ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন ৷ তাঁদের অভিযোগ, ছাগল চরাতে গ্রামের মাঠে নিয়ে আসা হয় ৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে ৷ এই অভিযোগে নৃপতি গ্রামের লোকজন এসে পাইকুনি গ্রামের লোকজনের কেটে রাখা ধান ট্রাক্টর বোঝাই করে নিয়ে চলে যায় ৷ এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৷

ধান খেয়েছে ছাগলে ! তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার

অভিযোগ, শেষে ওই গোলমালে জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন ৷ বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের উপর ৷ গ্রামের মাঠে চলতে থাকে সংঘর্ষ ৷ ইলামবাজার থানার পুলিশ যায় ঘটনাস্থলে । পুলিশের সামনেই সংঘর্ষ চলতে থাকে বলে অভিযোগ ।

আরও পড়ুন : Deucha Pachami Coal Block : দেউচা-পাচামিতে সুজনদের কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পরে আরও পুলিশ, কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয় ৷ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা রয়েছে ৷ পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখেছে ৷ যদিও গোটা ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated :Dec 14, 2021, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.