ETV Bharat / state

Anubrata Mondal: বীরভূমবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন জেলবন্দি অনুব্রত

author img

By

Published : Oct 23, 2022, 8:19 PM IST

Kali Puja Banner in Name of Anubrata Mondal in Birbhum
Kali Puja Banner in Name of Anubrata Mondal in Birbhum

বোলপুর শহর জুড়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ছবি দিয়ে পোস্টার-ব্যানারে শুভেচ্ছাবার্তা । বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন এই তৃণমূল নেতা ৷

বোলপুর, 23 অক্টোবর: শ্যামাপুজোয় বীরভূমবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি ৷ তবুও বোলপুর শহর জুড়ে তাঁর ছবি দিয়ে পোস্টার-ব্যানারে শুভেচ্ছাবার্তা ।

শিক্ষক দুর্নীতি কাণ্ডে (Recruitment scam) গ্রেফতার হওয়ার পরেই মন্ত্রীত্ব-সহ একাধিক পদ খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । সেই জায়গায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ভিন্ন পন্থা দলের ৷ জেলা সভাপতি ছাড়াও তৃণমূল-কংগ্রেসের কোর কমিটিতে রয়েছেন তিনি । এছাড়াও, রাজ্য গ্রামন্নোয়ন পর্ষদের সভাপতি ও রাজ্য স্বনির্ভর যোজনার সভাপতির পদে রয়েছেন অনুব্রত মণ্ডল ।

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হয়ে আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি ৷ আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional home) ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের । কিন্তু, এখনও পর্যন্ত সব পদেই বহাল রয়েছেন তিনি ৷ কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রিয় 'কেষ্ট'র পাশেই রয়েছে দল ৷ বারবার তাঁর পক্ষেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী । তাই শ্যামাপুজো ও দীপাবলিতে বীরভূমবাসীকে শুভেচ্ছা জানালেন জেলবন্দি অনুব্রত।

আরও পড়ুন: অনুব্রতর জীবনী 'খেলা হবে' বইয়ের লেখককে জেরা সিবিআই-এর

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোলপুর শহর জুড়ে বাঁশ দিয়ে ব্যানার লাগানো গেট বানানো হয়েছে ৷ তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি হাত জোর করে অনুব্রত মণ্ডলের ছবি । লেখা রয়েছে, বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমবাসীকে জানাই শুভ দীপাবলির (Diwali) আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । অর্থাৎ, এখনও পর্যন্ত দলে যে অনুব্রত আছে তা কার্যত স্পষ্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.