ETV Bharat / state

Amartya Sen: অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদের পথে কবীর সুমন-গৌতম ঘোষ, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও

author img

By

Published : May 2, 2023, 7:25 PM IST

Updated : May 2, 2023, 9:01 PM IST

Amartya Sen
অমর্ত্য সেনের পাশে বিদ্বজ্জনেরা

অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই অভিযোগে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে ৷ ঘটনায় পাশে দাঁড়িয়েছেন কবীর সুমন, গৌতম ঘোষের মতো শিল্পীরা ৷ প্রতিবাদে পথে নামতে চলেছেন তাঁরা ৷

বোলপুর, 2 মে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারি'র প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন সঙ্গীতশিল্পী কবীর সুমন, পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন-র মতো প্রমুখ বিদ্বজ্জনেরা । শান্তিনিকেতনে 'প্রতীচী' বাড়ির পাশে 6 মে দিনভর অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়াতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভারতরত্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই অভিযোগ তুলে একাধিকবার তাঁকে জমি ফেরতের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ 6 মে সময়সীমা বেঁধে দিয়ে জমি খালি করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়ে 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে নানা মন্তব্য করার অভিযোগ উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরূদ্ধে ৷ যা নিয়ে নিদ্দার ঝড় উঠেছে সর্বত্র ৷ প্রতিবাদে সামিল হয়েছেন বিদ্বজ্জনেরা ৷

আরও পড়ুন: অমর্ত্য সেনকে 'অসম্মানের' প্রতিবাদে শান্তিনিকেতনে মশাল মিছিল

পাশাপাশি অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী' মন্তব্য করেছেন ৷ তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শিক্ষাবিদ থেকে শুরু করে প্রখ্যাত অর্থনীতিবিদেরা ৷ উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় 'দেশদ্রোহীর' অভিযোগও দায়ের হয়েছে।

এই বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী সম্পূর্ণ জমিই উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেনের নামে রেকর্ড করে দিয়েছে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর ৷ তারপরও 6 মে বিশ্বভারতী কর্তৃপক্ষের উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে পথে নামছেন বিদ্বজ্জনেরা। ওই দিন প্রতীচী বাড়ির পাশে অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেনের বাড়ির জায়গায় অবস্থান মঞ্চ করা হবে বলে জানা গিয়েছে ৷ প্রতিবাদে সামিল হওয়ার কথা সংগীতশিল্পী কবীর সুমন, চিত্র পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ বিদ্বজ্জনেদেরা। জানা গিয়েছে, এই প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি 'বিশ্বভারতী বাঁচাও কমিটি' নামে অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে গান গাইবেন কবীর সুমন ৷

Last Updated :May 2, 2023, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.