ETV Bharat / state

Suri PS IC Change: কয়লাকাণ্ডে ইডি-সিবিআইয়ের নজরে থাকা সিউড়ি থানার আইসি বদল

author img

By

Published : Apr 11, 2023, 9:55 PM IST

কয়লাপাচার কাণ্ডের তদন্তে সম্প্রতি ইডি জিজ্ঞাসাবাদ করেছে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে ৷ মঙ্গলবার তাঁকে বদলি করা হয়েছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে ৷

Etv Bharat
মহম্মদ আলি

সিউড়ি, 11 এপ্রিল: কয়লাপাচার কাণ্ডে একাধিকবার ইডি-সিবিআইয়ের তলব পেয়েছেন বীরভূমের সিউড়ি থানার আইসি মহম্মদ আলি । সদ্য তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাক্রমের মধ্যেই বদলি হয়ে গেলেন ওই আইসি ৷ মঙ্গলবার সিউড়ি থানার আইসিকে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি করা হয় ৷

গরুপাচার মামলার পাশাপাশি এই রাজ্যে কয়লাপাচার কাণ্ডের তদন্তও করছে ইডি ও সিবিআই । কয়লা পাচারের দুর্নীতিতে নাম জড়িয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁকে ইতিমধ্যেই দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ এই কয়লাপাচার কাণ্ডে যোগ রয়েছে বীরভূম জেলারও৷ এই জেলার খয়রাশোল, দুবরাজপুর, মহম্মদবাজার, লোবা, পাড়ুই প্রভৃতি এলাকায় শতাধিক বেআইনি কয়লা খাদান রয়েছে । অভিযোগ, পাথর শিল্পের আড়ালে প্রশাসনের নাকের ডকা দিয়ে ট্রাক, লরি, ভ্যানো বাইক প্রভৃতি ছাড়াও যাত্রীবাহী বাসে পর্যন্ত কয়লা পাচার হয় এখান থেকে ৷

Etv Bharat
বদলির নির্দেশিকা

কয়লাপাচার কাণ্ডে তৎকালীন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং(আইপিএস), যিনি বর্তমানে ডিআইজি পদে রয়েছেন ৷ তাঁকেও বেশ কয়েকবার সমন পাঠিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি ও সিবিআই অফিসারেরা। একইভাবে তৎকালীন মহম্মদবাজার থানার ওসি মহম্মদ আলি, যিনি মঙ্গলবার পর্যন্ত সিউড়ি থানার আইসি পদে ছিলেন। তাঁকেও একাধিকবার কলকাতার নিজাম প্যালেসের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ সদ্য তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসারেরা । অর্থাৎ কয়লাপাচার কাণ্ডে ইডি ও সিবিআইয়ের নজরে রয়েছেন বীরভূমের ইনস্পেক্টর পদমর্যাদার এই পুলিশ অফিসার ৷

আরও পড়ুন: দলেরই জীবিত নেতাকে মৃত প্রমাণ করে জমি হাতালেন তৃণমূল কর্মী !

মঙ্গলবার তাঁকে বদলি করা হয়েছে ৷ সিউড়ি থানার আইসি পদ থেকে সরিয়ে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পেক্টর করা হল মহম্মদ আলিকে ৷ পূর্ব বর্ধমান জেলার কোর্ট ইনস্পেক্টর দেবাশিষ ঘোষকে সিউড়ি থানার আইসি পদে আনা হল ৷ এছাড়া, রামপুরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তীকেও বদল করা হয়েছে। ওই পদে আনা হল পশ্চিম মেদনিপুর জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পেক্টর নীলৎপল মিশ্রকে। যিনি একদা বীরভূমের বিভিন্ন থানার ওসি পদে ছিলেন । ইতিমধ্যেই আইজি (আইনশৃঙ্খলা)-র তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । কয়লাপাচার কাণ্ডে ইডি-সিবিআইয়ের নজরে থাকার জন্যই কি বদলি করা হল সিউড়ি থানার আইসি-কে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.