ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে সিবিআই তলব

author img

By

Published : Oct 18, 2022, 4:28 PM IST

Updated : Oct 18, 2022, 4:37 PM IST

Etv Bharat
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খান

প্রথমে বাড়ি তল্লাশি আর এবার খোদ কর্মাধ্যক্ষকে তলব ৷ গরু পাচার কাণ্ডে(Cattle Smuggling Case)অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খান এবার হাজিরা দিলেন বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ৷

বোলপুর, 18 অক্টোবর: গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকে তলব করল সিবিআই (CBI Summons Zilla Parishad Purta Karmadhakshya in Cattle Smuggling Case)। সেইমতো মঙ্গলবার শান্তিনিকেতনে সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দিলেন তিনি ৷

নানুরের বাসিন্দা তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলেন আবদুল কেরিম খান । তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত তিনি । গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই কেরিম খানের বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই ।

সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দিলেন অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খান

এবার খোদ কর্মাধ্যক্ষকেই মঙ্গলবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Cattle Smuggling Case Update)। পরিপ্রেক্ষিতে এদিন শান্তিনিকেতনে পূর্বপল্লী গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ব্যাংক অ্যাকাউন্টের নথি-সহ হাজিরা দেন তিনি কেরিম খান ৷

উল্লেখ্য, গত কয়েক বছরে কয়েকগুণ সম্পত্তি বাড়িয়েছেন কেরিম খান ৷ বোলপুরে তাঁর 4 কোটি টাকার বাড়ি গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে । এমনকী ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত হিসাবেও নাম রয়েছে তাঁর। সেই মামলারও তদন্ত করছে সিবিআই ।

আরও পড়ুন : গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার কোটি টাকার বাড়ি

Last Updated :Oct 18, 2022, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.