ETV Bharat / state

Blast in Dubrajpur: দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে প্রতিবেশীরা

author img

By

Published : May 22, 2023, 5:15 PM IST

Updated : May 22, 2023, 5:45 PM IST

সোমবার ফের বোমা বিস্ফোরণ ৷ বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ এই ঘটনার জেরে ভেঙে পড়ে ওই বাড়ির সিঁড়িঘরের অংশ ৷ ফাটল ধরে দেওয়ালে ৷

Bomb Blast
বোমা বিস্ফোরণ দুবরাজপুরে

দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ

দুবরাজপুর, 22 মে: এগরা, বজবজের পর এবার বীরভূমের দুবরাজপুর ৷ এক তৃণমূল নেতার বাড়ি সোমবার বিস্ফোরণে কেঁপে উঠল। সেখানে শতাধিক বোমা মজুত ছিল বলে অভিযোগ । সেই মজুত বোমায় অসাবধানতাবশত ফেটে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই বাড়ির কংক্রিটের সিঁড়িঘর ৷ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ।

প্রসঙ্গত, পাঁচদিন আগে প্রথমে এগরা ও তারপর এ দিন বজবজের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ পঞ্চায়েতের আগে বিভিন্ন জায়গায় মজুত বারুদ নিয়ে ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের ৷ নবান্ন থেকে ছ'দফার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়া পাড়া গ্রামে মিলল বোমা । জানা গিয়েছে, মোরি শেখ নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ি ঘরে শতাধিক তাজা বোমা মজুত ছিল ৷ এই ব্যক্তি এলাকায় তৃণমূল-কংগ্রেসের কর্মী হিসেবেই পরিচিত ।

উল্লেখ্য, কয়েকদিন ধরে বীরভূমের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ৷ প্রচণ্ড গরমে অসাবধানতাবশত বিস্ফোরণ হয় বোমাগুলি । বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা । ভেঙে পড়ে কংক্রিটের সিঁড়িঘর । অন্যান্য ঘরের ইট ভেঙে পড়ে, বড় ফাটল দেখা দেয় । তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ঘটনার পর থেকে পলাতক বাড়ির লোকজন ৷ খবর পেয়েই গ্রামে পৌঁছয় দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে ৷ আরও বোমা মজুত রয়েছে কি না, দেখতে বোলপুরে সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: বজবজে বিস্ফোরণের পর বৈধ বাজি কারখানাগুলির উপর নজরদারির নির্দেশ নবান্নের

প্রতিবেশীদের মধ্যে শেখ বিল মহম্মদ ও তাঞ্জিলা বিবি বলেন, "আমরা ঘুমোচ্ছিলাম ৷ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় ৷ একটি বাচ্চাও অজ্ঞান হয়ে যায় ৷ আমরা বাইরে বেরিয়ে দেখি চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে । ভয়ে এখনও আমাদের হাত-কাঁপছে ৷ বিস্ফোরণ হল বলেই জানতে পারলাম বোমা ছিল ।"

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "রাজ্যজুড়ে বারুদের স্তুপে বসে আছি আমরা ৷ তৃণমূল গোটা রাজ্যটাকেই বারুদের স্তুপ বানিয়ে ফেলেছে ৷ ওদের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে বোমা । পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ।" যদিও, সমস্ত বিষয় না-জেনে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ।

Last Updated :May 22, 2023, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.