ETV Bharat / state

বিশ্বভারতীতে তৃণমূলের মিছিলের প্রতিবাদে এবার পথে নামল বিজেপির বুদ্ধিজীবী সেল

author img

By

Published : Jan 8, 2021, 8:14 PM IST

এই প্রথম কোনও রাজনৈতিক দলকে বিশ্বভারতী ভিতর দিয়ে বাইক মিছিল করতে দেখা গেল। যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে শান্তিনিকেতনজুড়ে। এদিন এরই প্রতিবাদে পথে নামল বিজেপির বুদ্ধিজীবী সেল।

bjp intalactual cell conduct rally at visva bharati
বিশ্বভারতীতে তৃণমূলের মিছিলের প্রতিবাদে এবার পথে নামল বিজেপির বুদ্ধিজীবী সেল

শান্তিনিকেতন, 8 জানুয়ারি : বিশ্বভারতীতে দলীয় পতাকা লাগানো ও তৃণমূলের বাইক মিছিলের প্রতিবাদে এবার পথে নামল বিজেপির বুদ্ধিজীবী সেল। এদিন শান্তিনিকেতন রোড ধরে মোমবাতি জ্বালিয়ে ও মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন তাঁরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বোলপুরে পদযাত্রা করছিলেন সেদিনই বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগিয়ে দিতে দেখা গিয়েছিল তৃণমূলের লোকজনকে। এমনকী, 7 জানুয়ারি উপাসনা গৃহের সামনের রাস্তা দিয়ে দলীয় পতাকা দিয়ে বাইক মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরে অনুব্রত মণ্ডল সেখানে গিয়ে নারকেল ফাটিয়ে ফিরিয়ে নেওয়া রাস্তার দ্বারোদ্ঘাটন করেন।

এই প্রথম বিশ্বভারতীতে কোনও রাজনৈতিক দলকে দলীয় পতাকা লাগাতে দেখা গেল। এই প্রথম কোনও রাজনৈতিক দলকে বিশ্বভারতী ভিতর দিয়ে বাইক মিছিল করতে দেখা গেল। যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে শান্তিনিকেতনজুড়ে। এদিন এরই প্রতিবাদে পথে নামল বিজেপির বুদ্ধিজীবী সেল। দমকল বিভাগের সামনে থেকে শান্তিনিকেতন রোড হয় বিশ্বভারতীর প্রথম গেট পর্যন্ত মিছিল করে বিজেপির বুদ্ধিজীবী সেলের লোকজন। মুখে কালো কাপড় বেঁধে, হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল করেন তাঁরা।

আরও পড়ুন: পুরুলিয়ার সদর হাসপাতালে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান

বিজেপির বুদ্ধিজীবী সেলের তরফ উজ্জ্বল মজুমদার বলেন, "যেভাবে বিশ্বভারতীতে তৃণমূলীকরণ শুরু হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। আগে কোনওদিন বিশ্বভারতীতে এই ধরনের কাণ্ড হয়নি। আমরা এর তীব্র নিন্দা করি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.