ETV Bharat / state

নানুর থেকে উদ্ধার প্রায় 300টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

author img

By

Published : Apr 27, 2021, 4:45 PM IST

approx 300 bomb recover & disposed in nanoor
নানুর থেকে উদ্ধার প্রায় 300টি তাজা বোমা

সোমবার নানুরের কাফেরপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল প্রায় 300টি বোমা । মঙ্গলবার বোলপুর থেকে আইআইডি-র বম্ব স্কোয়াডের লোকজন এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ।

নানুর, 27 এপ্রিল : ফের নানুর থেকে উদ্ধার তাজা বোমা । সোমবার নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের কাফেরপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 300টি বোমা । বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড ।

প্রসঙ্গত, কাফেরপুর গ্রামে লালটু শেখ নামে এক ব্যাক্তির বাড়ির বাথরুমে মজুত ছিল বোমাগুলি । সেই বোমা বিস্ফোরণে উড়ে যায় শৌচাগারের ছাদ । বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো গ্রাম । যদিও বাড়ির মালিক দীর্ঘদিন বাড়িতে ছিলেন না । বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা বোমা মজুত করেছে বলে অনুমান ।

তারপরেই গ্রামে জুড়ে তল্লাশি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কাফেরপুর গ্রামের এক পরিত্যক্ত বাড়ির গোয়ালঘর থেকে মেলে ছয়টি প্ল্যাস্টিকের ড্রাম ভর্তি প্রায় 300টি বোমা । রাতে বোমাগুলি পাহারা দেয় পুলিশ ।

আরও পড়ুন : ফের নানুরে বিস্ফোরণ, উড়ে গেল শৌচাগারের ছাদ

মঙ্গলবার খবর পেয়ে বোলপুর থেকে আইআইডি-র বম্ব স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে যায় । গ্রামের ফাঁকা মাঠে বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷ এই নিয়ে গত দুই সপ্তাহে নির্বাচনে মুখে নানুর বিধানসভার আট জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে । কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.