ETV Bharat / state

Anubrata Mondal: জামিনের আবেদন করলেন না আইনজীবী, কেষ্ট আপাতত জেলেই

author img

By

Published : Jan 5, 2023, 1:16 PM IST

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল

বুধবারই গরু পাচার মামলায় হাইকোর্টে জামিন খারিজ হয়েছে অনুব্র‍ত মণ্ডলের (Anubrata Mondal)। এরপর বৃহস্পতিবার ফের আসানসোল সিবিআই আদালতে তাঁকে তোলা হয়। তাঁকে এদিন আদালতে পেশ করা হলেও জামিনের আবেদন জানানো হয়নি অনুব্রত'র আইনজীবীর তরফে ৷ পরবর্তী শুনানি 19 জানুয়ারি ৷

আদালতে পেশ করা হল অনুব্রতকে , দেখুন ভিডিয়ো

আসানসোল, 5 জানুয়ারি: গতকাল কলকাতা হাইকোর্টে জামিন খারিজ হওয়ার পর আজ বৃহস্পতিবার আসানসোলের সিবিআই (CBI) আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। তবে তাঁর আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়নি ৷ অনুব্রতকে ফের আদালতে পেশ করা হবে আগামী 19 জানুয়ারি ৷

এদিন আদালতে পেশ করার সয়ম সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, সিবিআই অভিযোগ করছে আপনি জেলে ফোন ব্যবহার করেন একথা কি সত্যি? উত্তরে তিনি কোনও মন্তব্য এড়িয়ে যান ৷ উল্লেখ্য, গত 22 ডিসেম্বর তাঁর শেষবার শুনানি ছিল আসানসোল সিবিআই আদালতে। কিন্তু সেদিন তিনি দুবরাজপুর থানার পুলিশের হেফাজতে থাকায় এবং আসানসোল সিবিআই কোর্টে বিচারক উপস্থিত না-থাকায় শুনানি হয়নি। আসানসোল আদালত পরবর্তী শুনানি দিন 5 জানুয়ারি ধার্য করে। সেই মত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হল। এর আগে তাঁকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়েছিল গত 9 ডিসেম্বর। সেদিন অনুব্রত মণ্ডলের কেস ডায়েরি দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের

সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের বিচারক বলেছিলেন, "আমার 20 বছরের কর্মজীবনে এমন জিনিস শুনিনি । দেখা তো দূরের কথা।" শুনানির শেষে 22 ডিসেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে পাঠান বিচারক। কিন্তু এরই মাঝে ঘটে যায় নাটকীয় পরিবর্তন। 20 ডিসেম্বর সকালে চাদর মুড়ি দিয়ে অনুব্রতকে বীরভূমের দুবরাজপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জানা যায়, জনৈক তৃণমূলকর্মী শিব কুমার মণ্ডলকে মারধরের ঘটনায় বীরভূম পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায়। দুবরাজপুর আদালত অনুব্রত'র পুলিশি হেফাজত মঞ্জুর করে। আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুর পুলিশের অধীনে চলে যান অনুব্রত।

সেই কারণে 22 ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে তাঁর শুনানি হয়নি। তাঁকে সশরীরে আনাও হয়নি। এর মাঝে 27 ডিসেম্বর দুবরাজপুর থানার মামলায় জামিন পেয়ে যান অনুব্রত মণ্ডল। ফিরে আসেন পুনরায় আসানসোল সংশোধনাগারে। নতুন বছরের শুরুটা আসানসোল সংশোধনাগারেই কাটে অনুব্রত'র। আজ ফের শুনানি ছিল তাঁর। হাইকোর্ট যেখানে তাঁর জামিন খারিজ করেছে (Anubrata Mondal Send in Jail Custody Again) । তবে শুনানিতে কী নতুন তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার বিষয় ৷

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.