ETV Bharat / state

একুশের নির্বাচনে তৃণমূলের লক্ষ্য ‘250 আসন’, ঘোষণা অভিষেকের

author img

By

Published : Mar 17, 2021, 6:23 PM IST

west bengal assembly election 2021 tmc will win 250 seats in 2021 assembly election says abhishek banerjee
একুশের নির্বাচনে তৃণমূলের লক্ষ্য ‘250 আসন’, ঘোষণা অভিষেকের

শালতোড়ার প্রচারে একুশের বিধানসভায় 250 আসন জেতার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে ফের একবার বহিরাগত ইস্যুতে বিজেপির শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন যুব তৃণমূল সভাপতি ৷

শালতোড়া (বাঁকুড়া), 17 মার্চ : শালতোড়ায় দিদির দূতে পথসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ যে পথসভায় নরেন্দ্র মোদি, অমিত শাহদের ডেইলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করলেন যুব তৃণমূল সভাপতি ৷ সেই সঙ্গে 2021 বিধানসভা ভোটে 250 আসন জেতার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জনসভা থেকে অভিষেকের বার্তা, আড়াইশো আসন জিতে বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে তৃণমূল ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বহিরাগত শব্দে নিশানা করেন অভিষেক ৷

আজ বাঁকুড়ার শালতোড়ার প্রার্থী সন্তোষ মণ্ডলের হয়ে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রচারের মঞ্চ থেকে এবার বিধানসভা ভোটে 250 আসনে জেতার কথা ঘোষণা করলেন যুব তৃণমূল সভাপতি ৷ তাঁর কথায়, ‘‘বাংলার বিধানসভায় এবার তৃণমূলের লক্ষ্য 250 আসন জেতা ৷ তাই শালতোড়ার তৃণমূল প্রার্থীকে জেতানোর দায়িত্ব সাধারণ মানুষের ৷’’ সেই সঙ্গে লোকসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে থেকে সুভাষ সরকারকে জেতানো, শালতোড়ার মানুষের ভুল ছিল বলে মন্তব্য করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘লোকসভায় আপনা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন ৷ কিন্তু, বাঁকুড়ায় কোনও উন্নয়নের লক্ষণ নেই ৷ সেই ভুল শুধরাতে এবার তৃণমূলের প্রার্থী সন্তোষ মণ্ডলকে ভোট দিক শালতোড়ার মানুষ ৷’’

অন্যদিকে, ফের একবার নরেন্দ্র মোদি, অমিত শাহদের বহিরাগত বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি নেতাদের ডেইলি প্যাসেঞ্জার বলে নিশানা করেন অভিষেক ৷ পাশাপাশি, নির্বাচনের সময় টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগও তুলেছেন তিনি ৷ এ নিয়ে বলতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের চাটার্ড বিমানে দিল্লি নিয়ে যাওয়ার প্রসঙ্গও টেনেছেন অভিষেক ৷ তাঁর কথায়, বিজেপির অনেক টাকা ৷ তাই চার্টার্ড বিমানে করে নেতাদের নিয়ে যায় ও নিয়ে আসে ৷ তাই পদ্মফুলের টাকা নিয়ে ঘাসফুলে ভোট দিন ৷’’

আরও পড়ুন : বহিরাগত গুন্ডারা এসে ভোট লুট করবে, আশঙ্কা মমতার

একই সঙ্গে, ইডি ও সিবিআই দিয়ে তৃণমূল নেতাদের ভোটের মুখে চাপে রাখার কৌশল নিয়েও বিজেপিকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, ভোটের সময় ইডি ও সিবিআই দিয়ে তৃণমূলের প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে ৷ অন্যদিকে, কৃষি বিল, জ্বালানির মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্র তথা বিজেপিকে আক্রমণ করেন অভিষেক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.