ETV Bharat / state

সামনে এলইডি স্ক্রিনে দলীয় কর্মীরা, ভার্চুয়ালে মিছিল-পথসভা পরিচালনা করছেন বাঁকুড়া তৃণমূলের জেলা সভাপতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 5:00 PM IST

ETV Bharat
তৃণমূলের বুথস্তরে ডিজিটাল প্রচার

TMC Booth Level Political Strategy: গুগলের সাহায্যে বুথস্তরে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করছে তৃণমূল ৷ বাঁকুড়ায় জেলা সাংগঠনিক সভাপতি অরূপ চক্রবর্তী তাঁর কার্যালয় থেকে বুথস্তরে এভাবে যোগাযোগ রাখছেন ৷

তৃণমূলের ডিজিটাল মাধ্যমে সংগঠন পরিচালনা নজর কেড়েছে জেলার রাজনৈতিক মহলের

বাঁকুড়া, 3 ডিসেম্বর: লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে ৷ তার আগেই রাম-বাম-ডান সব শিবির যেন নিজেদের সংগঠনকে শক্ত করতে মরিয়া ৷ এরই মাঝে অন্যরকম চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার তৃণমূল ভবনে ৷ সামনে বড় এলইডি স্ক্রিন ৷ সেখানে ভার্চুয়ালি বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের প্রতিবাদ কর্মসূচি দেখভাল করছেন তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী ৷

শুধু তাই নয়, দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে ফোনে ফোনেই চলছে বার্তা প্রেরণ, স্লোগান উচ্চারণ ৷ এমনই ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া জেলার তৃণমূলের সদর কার্যালয় ৷ এই প্রসঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, "এই ব্যবস্থাপনার কারণ, সবার সঙ্গে যোগাযোগ রাখা, কারা প্রোগ্রাম করছে বা না করছে তাও দেখভাল করা, জেলার সভাপতিকে এভাবে পাশে পেলে কর্মীদের মনোবলও বৃদ্ধি পাবে ৷"

অন্যদিকে তৃণমূলের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি শিবির ৷ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, "তৃণমূলের বুথ স্তরের সংগঠন একেবারে ভেঙে পড়েছে, যা প্রকাশ্যে চলে এসেছে ৷ এছাড়াও বুথের কর্মীদের প্রতি আস্থা নেই জেলা সভাপতির ৷ প্রশাসন আছে বলেই তৃণমূল নামক দলটা চলছে ৷"

এদিকে অরূপ চক্রবর্তী বলেন, "সবার সঙ্গে যোগাযোগটা থাকবে ৷ কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোন কোন জায়গায় অনুষ্ঠান হচ্ছে না, সেই খবরটা পাব ৷ এখান থেকে দেখতে পাচ্ছি, কোথায় কী হচ্ছে ৷ এতে কর্মীদের মধ্যে উৎসাহ জাগবে ৷" তিনি আরও জানান, গুগলের মাধ্যমে এই সেটআপটা করা হয়েছে ৷ গুগলে সবাইকে লিঙ্ক পাঠানো হয়েছে ৷ সেই লিঙ্কের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে ৷ তিনি আরও বলেন, "আমি সভাপতি হওয়ার পর 30 হাজার নতুন-পুরনো সব কর্মীদের ডেকে পাঠিয়েছিলাম ৷ তাঁদের সঙ্গে কথা হয়েছে ৷" তবে লোকসভা ভোটের আগে শাসক শিবিরের জেলা সভাপতির এই ডিজিটাল মাধ্যমে সংগঠন পরিচালনা নজর কেড়েছে জেলার রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:

  1. ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
  2. মহুয়া ইস্যু-সহ তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল
  3. অভিষেকের নির্দেশে 100 দিনের টাকা বঞ্চিতদের বাড়িতে পৌঁছে দিচ্ছে তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.