ETV Bharat / state

Bankura Cultivation : রোগে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির আলু, মাথায় হাত বাঁকুড়ার চাষিদের

author img

By

Published : Dec 15, 2021, 3:38 PM IST

bankura cultivation
বাঁকুড়ার সারেঙ্গায় ক্ষতিগ্রস্ত আলুচাষ

জাওয়াদের প্রভাবে বৃষ্টির জেরে ধান চাষ থেকে রোজগারের আশা আর প্রায় নেই বললেই চলে ৷ এবার আলু চাষেও যদি এই হাল হয় তবে সংসার চলবে কী করে ? দুশ্চিন্তায় বাঁকুড়ার সারেঙ্গার আলুচাষিরা (Bankura Cultivation) ৷

সারেঙ্গা, 15 ডিসেম্বর : বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছিল ধান জমি ৷ তা থেকে রোজগারের আশা প্রায় শেষ ৷ এবার অজানা রোগে শেষ হয়ে যেতে বসেছে বিঘার পর বিঘা আলু জমি (vast potato land of sarenga block damaged by bacteria) ৷ আলু গাছ দেখে অবশ্য বোঝার উপায় নেই যে তা রোগগ্রস্ত ৷ মাটি থেকে উপড়ে গাছ তোলার পরই দেখা যাচ্ছে তাতে ফলন নেই ৷ ঝরে যাচ্ছে মাটি ৷ এইসব দেখে মাথায় হাত বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের (Bankura Cultivation) আলুচাষিদের ৷ যা অবস্থা তাতে আলু জমি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন একাধিক চাষি ৷

প্রসঙ্গত, সারেঙ্গা ব্লকের তেলিজাঁত, সুখাডালী, গড়গড়্যা, বিক্রমপুর-সহ বেশ কিছু এলাকার চাষিরা জৈষ্ঠ্য মাসে পোখরাজ আলু চাষ করেন ৷ সাধারণত কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই আলুর বীজ পোঁতার কাজ শুরু হয় । আর এই আলু মূলত শীতের শুরুতেই ওঠে । চাষিদের এই আলু চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় 25 হাজার টাকা । আলু বীজ ও সারের দাম এবং মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করার কারণে খরচ অনেকটা বেড়ে যায় বলে দাবি আলুচাষিদের । সেই আলু গাছই যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঁচবেন কীভাবে ?

বাঁকুড়ার সারেঙ্গায় ক্ষতিগ্রস্ত আলুচাষ

আলু গাছ নিয়ে ব্লকে কৃষি আধিকারিকের কাছে গিয়েও কোনও লাভ হয়নি ৷ শুধু ওষুধ লিখে দিয়েই দায়িত্ব সেরেছেন তাঁরা ৷ অভিযোগের সুর জাকির হুসেন ও ভরতচন্দ্র দুলের মতো আলুচাষিদের গলায় ৷ তাঁদের কথায়, ব্লকের কৃষি অধিকর্তা একবার এসেও জমি পরীক্ষা করে দেখেননি ৷ যতবারই এই সমস্যা নিয়ে ব্লকে যাওয়া হয়েছে ততবারই তাঁরা শুধু ওষুধের লিস্ট ধরিয়ে দিয়েছেন ৷ কিন্তু সেই ওষুধ জমিতে স্প্রে করেও কাজের কাজ কিছুই হয়নি ৷ ধীরে ধীরে সব গাছ এমন রোগগ্রস্ত হয়ে যাচ্ছে ৷ হাজার হাজার টাকা ঋণ নিয়ে চাষ করে যদি এভাবে সব শেষ হয়ে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না ৷

যদিও এই বিষয়ে সারেঙ্গা ব্লকের সহ-কৃষি অধিকর্তা সজল পতি জানান, এটি মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগ ৷ চাষিদের আনা আলু গাছ পরীক্ষা করে দেখা হয়েছে ৷ ওই এলাকার জমিতে গিয়েও পরীক্ষা করে দেখা হবে ৷

আরও পড়ুন : Bankura Cultivation : টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি, মাথায় হাত সোনামুখীর চাষিদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.