ETV Bharat / state

Bengal Civic poll 2022 : দলীয় নেতৃত্বের অনুরোধে মনোনয়ন তুললেন অভিমানী তৃণমূল নেত্রী

author img

By

Published : Feb 15, 2022, 6:27 PM IST

Bengal Civic poll
মনোনয়ন তুললেন অভিমানী তৃণমূল নেত্রী

বাঁকুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মঞ্জু সেন কুণ্ডু তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন ৷ অবশেষে দলীয় নেতৃত্বের কথায় অভিমান ভেঙ্গে নির্দল প্রার্থী হিসেবে না লড়তে রাজি হন এই বিক্ষুব্ধ নেত্রী (TMC leader withdraws her nomination) ।

বাঁকুড়া, 15 ফেব্রুয়ারি : রাজ্যের অন্যান্য 107টি পৌরসভার পাশাপাশি 27 ফেব্রুয়ারি ভোট রয়েছে বাঁকুড়াতেও । ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে । প্রচারে নেমে পড়েছে ডান-বাম-রাম সমস্ত দলই ।

বাঁকুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মঞ্জু সেন কুণ্ডু তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন ৷ দলীয় নেতৃত্বদের অনেক বোঝানোর পরেও তৃণমূল প্রার্থী অপর্ণা চ্যাটার্জির বিপক্ষে নির্দল প্রার্থী হিসেবে নেমে পড়েন ভোট যুদ্ধের ময়দানে । আজ ফের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভাশিস বটব্যালের নেতৃত্বে জোড়াফুল নেতৃত্বরা হাজির হন তাঁর বাড়িতে (TMC leader withdraws her nomination) ।

মনোনয়ন তুললেন অভিমানী তৃণমূল নেত্রী

আরও পড়ুন : Bengal Civic poll 2022: জলপাইগুড়িতে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীকে নির্দল হিসেবে মনোনয়নে বাধা, হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চোখের জলে দলের প্রতি অভিমানের কথা শোনান তিনি । যদিও অবশেষে দলীয় নেতৃত্বের কথায় অভিমান ভেঙে নির্দল প্রার্থী হিসেবে না লড়তে রাজি হন এই বিক্ষুব্ধ নেত্রী । বাঁকুড়া পৌরসভার মোট ওয়ার্ডের সংখ্যা 24টি । গত 19-এর লোকসভা ভোটে 24টির মধ্যে 23টিতেই জয়জয়কার হয়েছিল বঙ্গ বিজেপির ৷ একুশের বিধানসভা ভোটেও মাত্র 7টি ওয়ার্ড গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে । এবারেও বাঁকুড়ায় দলীয় কোন্দলে নাজেহাল রাজ্যের শাসকদল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.