ETV Bharat / state

Bengal Civic poll 2022: জলপাইগুড়িতে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীকে নির্দল হিসেবে মনোনয়নে বাধা, হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

author img

By

Published : Feb 8, 2022, 6:28 PM IST

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন জেলা তৃণমূল সভাপতি (District TMC Chairperson) মহুয়া গোপ ৷

Bengal Civic poll
জলপাইগুড়িতে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীকে নির্দল হিসেবে মনোনয়নে বাধা

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনের (Jalpaiguri Municipality Election) জন্য তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রথম তালিকায় নাম থাকলেও দ্বিতীয় তালিকা থেকে নাম বাদ গিয়েছে তৃণমূল নেতা মলয় (শেখর) বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রতিবাদে নির্দল প্রার্থী হিসেবে এই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ মঙ্গলবার এসডিও অফিসে তিনি মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ (allegation against police of harassing independent candidate) ৷ মলববাবুর দাবি, পুলিশ তাঁকে ধাক্কা দিয়েছে, কলার ধরে টেনেছে ৷ তাঁকে আটকেও রাখা হয় বলে জানিয়েছেন মলয় বন্দ্যোপাধ্যায় ৷ আইসি অর্ঘ্য সরকার, ডিএসপি সমীর পাল, বিক্রমজিৎ লামার নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷

এই ঘটনায়, জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷ বলেছেন, "সৈকত চট্টোপাধ্যায়ের মদতে এই ঘটনা ঘটে ৷ আমি ভোটে দাঁড়ালে তৃণমূল প্রার্থী হেরে যাবে, তাই এইসব করা হচ্ছে ৷ আমি আদালতে যাব এর বিরুদ্ধে ৷ " যদিও জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ৷

আরও পড়ুন : রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের

এদিনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ ৷ তিনি জানিয়েছেন, শেখর বন্দ্যোপাধ্যায় দলের পুরনো নেতা ৷ তাঁর সঙ্গে এই ঘটনা ঘটা কাম্য নয় ৷ তাঁর কথায়, "আমি শুনে অবাক হলাম ৷ পুলিশ কেন অতি সক্রিয় হয়ে এই কাজ করল জানি না ৷ এভাবে তাঁকে হেনস্থা করা উচিত হয়নি ৷ " ওই নেতার সঙ্গে দলের তরফে আলোচনা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ এদিনের ঘটনা প্রসঙ্গে, জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তথা জলপাইগুড়ি পৌরসভার রিটার্নিং অফিসার সুদীপ পাল বলেন, "আমি বিষয়টা জানি না । তিনি কোনও অভিযোগ করলে পুলিশের সঙ্গে কথা বলব ।" এবিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি ৷ উল্লেখ্য, তৃণমূলের প্রথম তালিকায় 1 নং ওয়র্ডে দলীয় প্রার্থী হিসেবে মলয় বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, কিন্তু দ্বিতীয় তালিকায় সেই নাম বাদ যায় ৷ তাই নির্দল হিসেবে এই ওয়ার্ড থেকেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.