ETV Bharat / state

বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের

author img

By

Published : Jun 10, 2021, 7:36 AM IST

রাজ্যের দুই সদস্যদের প্রতিনিধি দল
রাজ্যের দুই সদস্যদের প্রতিনিধি দল

রাজ্যের ঘোষণা মতো বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে দুই লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার ৷ পাশাপাশি, যেকোনও পরিস্থিতিতে পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷

বাঁকুড়া, 10 জুন : বাঁকুড়ায় সোমবার রাতে বজ্রাঘাতে মৃত্যু হয় দুজনের ৷ গতকাল ওই দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য সরকারের দুই সদস্যের প্রতিনিধি দল ৷ পাশাপাশি, তাঁদের হাতে দুই লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ৷

বজ্রাঘাতে মৃত্যু হওয়া দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার ৷ পাশাপাশি, উপস্থিত ছিলেন রানিবাঁধের বিধায়ক ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ,তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী,রাইপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ,জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা ও রানিবাঁধ সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য ।

উল্লেখ্য ,গত কয়েকদিন ধরেই রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে ৷ তার জেরেই মৃত্যু হয় রানিবাঁধ থানার অন্তর্গত তালগোড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ হাঁসদা এবং জয়নগর গ্রামের বাসিন্দা বাসুদেব মাহাতর ।

রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি জানিয়েছেন ,সেই অর্থে এই দুর্ঘটনার কোনও ক্ষতিপূরণ হয় না ৷ তাও যতটা সম্ভব পরিবারের পাশে দাঁড়ানো চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী যে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন সেইমতো নিহতদের পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে ৷ পাশাপাশি তিনি এও জানান , যেকোনও ক্ষেত্রেই প্রশাসন নিহতদের পরিবারের পাশে আছে ৷

আরও পড়ুন : Bengal TMC : নিজেকে প্রমাণ করেই সর্বভারতীয় পদে অভিষেক, বলছেন নেতারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.