ETV Bharat / state

দামোদরের উপর অবৈধ বালি খাদানে অভিযান, গ্রেপ্তার সাত

author img

By

Published : Oct 17, 2020, 7:17 PM IST

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 397, 411, 413,ও 414  ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

মেজিয়া থানা
মেজিয়া থানা

মেজিয়া, 17 অক্টোবর : খাদান থেকে উপযুক্ত সরকারি অনুমোদন ছাড়াই বালি পাচারের অভিযোগ । পুলিশ এবং ব্লক প্রশাসনের যৌথ অভিযানে বাঁকুড়ার মেজিয়া থানার দামোদর নদ থেকে গ্রেপ্তার করা হয় সাতজনকে । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি লরি ও বালি তোলার যন্ত্রাংশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 397, 411, 413,ও 414 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

দামোদরের দক্ষিণ তীরে বাঁকুড়া এবং উত্তর তীরে পশ্চিম বর্ধমান জেলা । মাঝে থাকা দামোদর নদ বালি মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল । এমনকী যেভাবে নদের উপর থাকা সেতুর কাছাকাছি বালি তোলা হচ্ছিল, তাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারত বলে মনে করছে স্থানীয়রা ।

পুলিশ এবং ব্লক প্রশাসনের যৌথ অভিযানে গ্রেপ্তার সাত

আরও পড়ুন : অবৈধভাবে ভাবে নদী থেকে বালি তোলার অভিযোগ গ্রেপ্তার দুই

প্রশাসনের এই যৌথ অভিযানকেকে স্বাগত জানিয়েছে তারা । তবে দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ বালিঘাট বন্ধে এতদিন পর কেন প্রশাসনের এই উদ্যোগ সে নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি মেজিয়া ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.