ETV Bharat / state

দুর্গাপুর যাওয়ার রাজ্য সড়কে বন্ধ ভারী যান চলাচল

author img

By

Published : Sep 8, 2019, 11:16 PM IST

বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার 9 নম্বর রাজ্য সড়কের দুর্গাপুর ব্যারেজের রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ৷ একাধিক ছোটখাট দুর্ঘটনা ঘটে ৷ দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর অবশেষে মেরামতির কাজ শুরু হতে চলেছে দুর্গাপুর ব্যারেজ রাস্তার ৷

দুর্গাপুর যাওয়ার রাজ্য সড়কে বন্ধ ভারী যান চলাচল

বাঁকুড়া, 8 সেপ্টেম্বর : সমস্ত রকম ভারী যান চলাচল বন্ধ থাকবে বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার 9 নম্বর রাজ্য সড়কে ৷ দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর কাল থেকে অবশেষে মেরামতির কাজ শুরু হতে চলেছে দুর্গাপুর ব্যারেজ রাস্তার ৷

বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার 9 নম্বর রাজ্য সড়কের দুর্গাপুর ব্যারেজের রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ৷ একাধিক ছোটখাট দুর্ঘটনা ঘটে ৷ যানবাহন থেকে মোটরবাইক আরোহী প্রত্যেকেরই ক্ষোভ ছিল ৷ বিষয়টি নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷ যদিও এতদিন সেভাবে কোনও পদক্ষেপই করা হয়নি ৷

13 সেপ্টেম্বর পর্যন্ত কাজ চলবে ৷ বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার একমাত্র রাস্তা এটি ৷ এছাড়াও আর একটি রাস্তা আছে তা বাঁকুড়া থেকে রানিগঞ্জ এবং রানিগঞ্জ থেকে দুর্গাপুর হয়ে যেতে হয় ৷ ফলে স্বাভাবিকভাবেই বাঁকুড়া থেকে রানিগঞ্জ 58 কিলোমিটার এবং রানিগঞ্জ থেকে দুর্গাপুর 51 কিলোমিটার ঘুর পথে যেতে হবে 9 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত ৷ ভোগান্তি হলেও সরকারে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা ৷

Intro:দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর মেরামতি হতে চলেছে বাঁকুড়া দুর্গাপুর ব্যারেজের রাস্তার।


Body:বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার 9 নম্বর রাজ্য সড়কের রাস্তাটির দুর্গাপুর ব্যারেজ এর উপর একেবারেই ভগ্নদশা ছিল দীর্ঘদিন। যে কারণে একাধিক ছোটখাট দুর্ঘটনা ঘটেছে এই ব্যারেজে। এই নিয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করি যানবাহন থেকে মোটরবাইক আরোহী প্রত্যেকেরই দীর্ঘদিনের ক্ষোভ ছিল। বিষয়টি একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হয় সরকারের তবে তা নিয়ে এত দিন কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী 9 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর সেচ দপ্তর মেরামতির কাজ শুরু করতে চলেছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা। মেরামতির কাজ চলাকালীন এই রাস্তা দিয়ে সমস্ত রকম ভারী যানবাহন চলা বন্ধ রাখা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। বাঁকুড়া দুর্গাপুর নম্বর রাজ্য সড়ক একটি ব্যস্ততম রাস্তা। বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার একমাত্র রাস্তা এটি। এছাড়াও দুর্গাপুর যাওয়ার যে রাস্তা রয়েছে তা বাঁকুড়া থেকে রানীগঞ্জ এবং রানিগঞ্জ থেকে দুর্গাপুর আসতে হবে। ন নম্বর রাজ্য সড়ক ধরে বাঁকুড়া থেকে দূর্গাপুরের দূরত্ব 40 কিলোমিটার। এই রাস্তাটি মেরামতের জন্য 9 থেকে 13 তারিখ পর্যন্ত ভারী যানবাহন কে রানীগঞ্জ হয়ে ঘুরপথে বাঁকুড়া থেকে দুর্গাপুর যেতে হবে। বাঁকুড়া থেকে রানীগঞ্জ 58 কিলোমিটার এবং রানীগঞ্জ থেকে দুর্গাপুর 51 কিলোমিটার ঘুর পথে যেতে হবে 9 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত।
তবে রাস্তাটির জাহাল তা খুব শীঘ্রই মেরামতের প্রয়োজন ছিল। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী।


Conclusion:abc
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.