ETV Bharat / state

BJP MLA Amarnath Shakha: বিধানসভার অধ্যক্ষ তৃণমূলের সবচেয়ে বড় ক্যাডার, বিস্ফোরক ওন্দার বিজেপি বিধায়ক

author img

By

Published : Mar 9, 2023, 1:50 PM IST

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) আক্রমণ করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (BJP MLA Amarnath Shakha) ৷ তিনি সব থেকে বড় তৃণমূলের ক্যাডার বললেন অধ্যক্ষকে ৷

BJP MLA Amarnath Shakha
অমরনাথ শাখা

বিস্ফোরক মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথের

বাঁকুড়া, 9 মার্চ: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) নিরপেক্ষ নন । উনি 'সব থেকে বড় তৃণমূলের ক্যাডার'। এমনই বিস্ফোরক আভিযোগ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (BJP MLA Amarnath Shakha) । বুধবার ওন্দায় দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন । একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, "যত জন তৃণমূল করেন সবার থেকে বড় ক্যাডার উনি । পালিয়ে বেড়ালেও আমরা কাল থেকে চেপে ধরব ।" একই সঙ্গে রাজ্যে প্রাথমিক বিদ্যালয় 'বন্ধ' নিয়েও মমতা সরকারকে আক্রমণ করেন তিনি ।

অমরনাথ জানান, শুধুমাত্র রামসাগরে 4টি-সহ ওন্দা বিধানসভা এলাকাতেই প্রায় 60টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে । ওই 60টি স্কুল বন্ধ হলে এই এলাকার 19টি গ্রাম পঞ্চায়েতে তাঁরা তালা ঝোলাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি । রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁকেও এক হাত নেন অমরনাথ । তিনি অরুপ খাঁয়ের নাম না করে বলেন, "এখানকার প্রাক্তন বিধায়কের কাছে চাকরিচ্যুতরা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন ।" টাকা ফেরতের দাবিতে আগামী কয়েকদিনের মধ্যে ওই প্রাক্তন বিধায়কের বাঁকুড়ার বাড়িতে 'হামলা' হবে বলেও তিনি এদিন ভবিষ্যদ্বাণী করেন ।

দলীয় কর্মসূচী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা । তিনি 'পিছিয়ে পড়া এই এলাকাকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে' বলে দাবি করেন । স্কুল গুলি যদি বন্ধ থাকে তাহলে পঞ্চায়েত অফিস খোলা রেখে কী হবে ! তৃণমূলের নেতাদের চুরির জায়গা হবে নাকি? তৃণমূলের ব্লক সভাপতি কয়েক দিন আগেই তো স্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক চাকরি দিয়েছেন । উনি কাদের চাকরি দিয়েছেন প্রকাশ্যে আনুন । 'টাকার বিনিময়ে' প্রাক্তন বিধায়ক চাকরি দিয়েছিলেন বলে তাঁরা 'বিশ্বাস করেন' বলেও তিনি দাবি করেন ।

এ বিষয়ে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, "বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে । তাই ওন্দার বিজেপি বিধায়ক বিভিন্ন সভা সমিতিতে কোনও বক্তব্য খুঁজে না পেয়ে এই ধরণের কুরুচিকর মন্তব্য করছেন ৷" প্রশাসনকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন । উনি যাই বলুন তাঁর স্বপ্ন কোনও দিন পূরণ হবে না বলেও তিনি দাবি করেন ।

আরও পড়ুন: এবার পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের; পাগলের প্রলাপ, বললেন কুণাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.