ETV Bharat / state

ভুটান থেকে ভারতে মদ পাচারের চেষ্টা, গ্রেপ্তার 2

author img

By

Published : May 4, 2020, 11:30 AM IST

খবর পেয়ে ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁতে তেলের ট্যাঙ্কার থেকে কয়েক লাখ টাকার মদ উদ্ধার করল পুলিশ । ঘটনায় ওই ট্যাঙ্কারের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয় ।

Liquor Smuggle
মদ পাচারের চেষ্টা

আলিপুরদুয়ার, 4 মে : ভুটান থেকে ভারতে তেলের ট্যাঙ্কারে মদ পাচার করা হচ্ছিল । খবর পেয়ে ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁয় সেই ট্যাঙ্কারটিকে আটকায় পুলিশ । উদ্ধার করা হয় কয়েক লাখ টাকার মদ । ঘটনায় ওই ট্যাঙ্কারের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে ।

পুলিশের কাছে আগে থেকেই এই মদ পাচারের খবর ছিল । সেইমতোই ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে অভিযান চালাচ্ছিল পুলিশ । তখনই জয়গাঁয় একটি তেলের ট্যাঙ্কার নজরে পড়ে পুলিশের । সন্দেহ হওয়ায় আটকানো হয় ট্যাঙ্কারটিকে । তল্লাশি চালানোর পর উদ্ধার হয় কয়েক লাখ টাকার মদ । ঘটনায় ওই ট্যাঙ্কারের চালক রাজু মণ্ডল ও খালাসি প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা বীরপাড়ার বাসিন্দা ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, পুলিশের উদ্ধার করা মদ আবগারি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.