ETV Bharat / state

আলিপুরদুয়ারেই হবে আরটি-পিসিআর টেস্ট, জোরকদমে প্রস্তুতি

author img

By

Published : May 14, 2021, 10:40 PM IST

আলিপুরদুয়ারেই হবে আরটি-পিসিআর টেস্ট
আলিপুরদুয়ারেই হবে আরটি-পিসিআর টেস্ট

এত দিন সাধারণত লালারসের নমুনা পাঠানো হত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখান থেকে রিপোর্ট পেতে একটু হলেও দেরি হত । তার মধ্যে সেখানে বাড়তি চাপ এড়াতে সীমিত সংখ্যক লালারসের নমুনা সেখানে পাঠানোর নির্দেশিকা ছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের। যার ফলে করোনার মতো মহামারির সংক্রমণের উপর নজরদারি এবং রোধ করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল আলিপুরদুয়ার জেলা ।

আলিপুরদুয়ার, 14 মে : সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকে আলিপুরদুয়ারে শুরু হবে করোনার আরটি-পিসিআর টেস্ট । ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একটি স্থান চিহ্নিত করে ইলেক্ট্রিফিকেশন এবং পরিকাঠামোগত কাজ শুরু হয়ে গেছে । নির্মাণ কাজ শেষ হলেই শুরু করা যাবে ভিআরডিএল ল্যাব । সেখানেই হবে করোনার আরটি-পিসিআর টেস্ট ।

এত দিন সাধারণত লালারসের নমুনা পাঠানো হত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখান থেকে রিপোর্ট পেতে একটু হলেও দেরি হত । তার মধ্যে সেখানে বাড়তি চাপ এড়াতে সীমিত সংখ্যক লালারসের নমুনা সেখানে পাঠানোর নির্দেশিকা ছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের। যার ফলে করোনার মতো মহামারির সংক্রমণের উপর নজরদারি এবং রোধ করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল আলিপুরদুয়ার জেলা । এবারে সেই সমস্যার সমাধান হতে চলেছে বলেই শুক্রবার ডুয়ার্সকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন উত্তরবঙ্গে করোনা সম্পর্কিত রাজ্য সরকারের ওএসডি ডাঃ সুশান্ত রায় ৷

আলিপুরদুয়ারেই হবে আরটি-পিসিআর টেস্ট
আরও পড়ুন : ভোট দেওয়া মানে কি মৃত্যু? প্রশ্ন রাজ্যপালের

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভিআরডিএল ল্যাব শুরু হতে চলেছে । তার জন্য প্রয়োজন কর্মীর । স্বাস্থ্য ভবনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানান সুশান্তবাবু । ইঙ্গিত মিলেছে শীঘ্রই ল্যাব চালু হওয়ার । এছাড়াও অক্সিজেনের ঘাটতি জেলায় হবে না বলে অভয়বাণী শোনালেন ওএসডি । কারণ রাজ্য সরকারের অনুমতি মেলার পর জেলার চারটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে । একটি প্ল্যান্টের কাজ প্রায় শেষ ।এই মুহূর্তে জেলায় প্রচুর পরিমাণে অক্সিজেন মজুত রয়েছে বলে জানিয়েছেন সুশান্তবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.