ETV Bharat / state

TMC to send one crore letters to PM: বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীকে এক কোটি চিঠি পাঠানোর হুঁশিয়ারি অভিষেকের

author img

By

Published : Apr 8, 2023, 8:31 PM IST

কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায়ে ফের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার আলিপুরদুয়ারে তিনি জানিয়েছেন যে বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীকে এক কোটি চিঠি পাঠানো হবে ৷

TMC to send one crore letters to PM
TMC to send one crore letters to PM

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: একশো দিনের কাজের বকেয়া আদায়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে তিনি নিজে এই চিঠি লিখবেন না ৷ বরং চিঠি লেখাবেন সেই সব মানুষদের দিয়ে, যাঁরা একশো দিনের কাজ করেও এখনও টাকা পাননি কেন্দ্র বকেয়া না দেওয়ায় ৷ শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকে তিনি এই ঘোষণা করেন ৷

তিনি বলেন, "16 এপ্রিল থেকে আমাদের কর্মীরা 1.38 কোটি পরিবারের কাছে পৌঁছাবে, যাঁরা কোনও প্রকল্পে (একশো দিনের কাজের অধীনে) নিযুক্ত হতে পারেননি । আমরা তাঁদের স্বাক্ষরিত চিঠিগুলি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব ও একমাসের মধ্যে কেন্দ্রে এই ধরনের এক কোটিরও বেশি চিঠি পাঠাব ।" তাঁর আরও বক্তব্য, বাংলায় একশো দিনের কাজের টাকা না দিয়ে বিজেপি মানুষের উপর বঞ্চনা করছে ৷ তৃণমূল এর বিরুদ্ধে লড়াই করবে ৷ তাঁর দাবি, 2021 সালের ভোটে হেরে যাওয়ার প্রতিশোধ নিচ্ছে বিজেপি ৷

প্রসঙ্গত, একশো দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ৷ দু’বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি পেশ করে এসেছেন ৷ সম্প্রতি এই ইস্যুতে সরব হয়েছেন অভিষেকও ৷ তিনি গত বুধবার হাজির হয়েছিলেন নয়াদিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে ৷ তৃণমূলের 25 জন সাংসদকে নিয়ে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ৷

কিন্তু সেদিন গিরিরাজের সঙ্গে তাঁর দেখা হয়নি ৷ তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ফিরে আসেন ৷ পরে তিনি জানান, কেন্দ্র বকেয়া অর্থ না দিল্লি বঞ্চিত পরিবারগুলিকে দিল্লিতে নিয়ে এসে আন্দোলন করবেন ৷ এদিন কার্যত সেই কর্মসূচির প্রাথমিক পর্যায়ের ঘোষণা করে দিলেন তিনি ৷

পাশাপাশি আক্রমণ করলেন বঙ্গ বিজেপির নেতাদের ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ প্রশ্ন তুলেছেন, মানুষের বিরুদ্ধে কাজ করার জন্যই কি এঁরা ভোটে জিতেছেন ? এই প্রশ্ন বিজেপির সবস্তরের নেতাদের করা উচিত বলেও তিনি দাবি করেছেন ৷

এছাড়াও এদিন তিনি একাধিক ইস্যুতে সরব হন ৷ বিজেপির বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ তোলেন ৷ সেই দিক থেকে নজর ঘোরাতে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ একই সঙ্গে দাবি করেন, তৃণমূলে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

এদিকে অভিষেকের অভিযোগের জবাব দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ ৷ মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতির দাবি, মেলা-উৎসবে টাকার জোগানের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ দরকার ৷ এই সব মেলা-উৎসব করে আসলে তৃণমূলের স্থানীয় নেতাদের পকেট ভরে ৷

আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.